ঢাকা, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২

হাসান

রিপোর্টার

সাধারণ ছুটি-যত দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করল সরকার

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ ডিসেম্বর ৩০ ১৭:১০:২৯
সাধারণ ছুটি-যত দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করল সরকার

হাসান: দেশের রাজনৈতিক ইতিহাসের এক অধ্যায়ের সমাপ্তি ঘটিয়ে না-ফেরার দেশে চলে গেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে, সঙ্গে আগামীকাল (বুধবার, ৩১ ডিসেম্বর) সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ জানান, রাষ্ট্রীয় শোক এবং সমাহিত প্রক্রিয়ার প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে।

রাষ্ট্রীয় শোক ও বিদায়ের প্রস্তুতি

মন্ত্রিপরিষদ সচিবের বরাতে জানা গেছে, ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত দেশব্যাপী তিন দিন রাষ্ট্রীয় শোক পালন করা হবে। বেগম খালেদা জিয়াকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় জানানো হবে।

আগামীকাল (বুধবার) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বাদ জোহর তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার পর মরদেহ শেরেবাংলা নগরের চন্দ্রিমা উদ্যানে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হবে।

সাধারণ ছুটি ও প্রশাসনিক ব্যবস্থা

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে আগামীকাল সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

দাফন ও জানাজার সময়সূচী চূড়ান্ত করতে আজ দুপুর সাড়ে ১২টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উচ্চপর্যায়ের বৈঠক ডাকা হয়েছে। প্রাথমিকভাবে জানাজার সময় নির্ধারিত হয়েছে জোহরের নামাজের পর।

হাসপাতাল থেকে সংসদ ভবন: শেষ যাত্রা

দীর্ঘদিন ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকা বেগম খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হাসপাতাল সূত্র জানায়, মরদেহ বর্তমানে হিমঘরে রাখা হয়েছে।

আগামীকাল সকালেই মরদেহবাহী গাড়ি হাসপাতাল থেকে সংসদ ভবনের উদ্দেশ্যে যাত্রা করবে। সাধারণ মানুষের ভিড় এবং নিরাপত্তার কারণে মূল সড়ক ব্যবহার করে মরদেহ নেওয়া হবে, ফলে কিছুটা সময় লাগতে পারে।

শোকের ছায়া

বেগম খালেদা জিয়ার প্রয়াণে রাজনৈতিক অঙ্গনসহ সারাদেশে শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘ রোগভোগের পর এই মহীয়সী নেত্রীর বিদায়ে জাতি এক প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বকে হারালো।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ