ঢাকা, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২

হাসান

রিপোর্টার

টানা অস্থিরতার পর স্বর্ণবাজারে বড় দর পতন: (আজকের দাম ৩০ ডিসেম্বর)

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ ডিসেম্বর ৩০ ১৫:০৬:৩০
টানা অস্থিরতার পর স্বর্ণবাজারে বড় দর পতন: (আজকের দাম ৩০ ডিসেম্বর)

হাসান: বিশ্ববাজারের টানা অস্থিরতার পর দেশের স্বর্ণবাজারে এল কিছুটা স্বস্তির খবর। আন্তর্জাতিক বাজারে দাম কমার প্রভাব পড়েছে স্থানীয় বাজারেও। সেই প্রেক্ষাপটে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ২ হাজার ৫০৮ টাকা পর্যন্ত কমানো হয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) বাজুসের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই মূল্যহ্রাসের তথ্য জানানো হয়। দীর্ঘদিন ধরে উচ্চ দামের কারণে চাপের মধ্যে থাকা ক্রেতাদের জন্য এটি স্বস্তিদায়ক সিদ্ধান্ত বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

কবে থেকে কার্যকর হচ্ছে নতুন দাম?

বাজুস জানিয়েছে, সংশোধিত এই মূল্যতালিকা আগামীকাল মঙ্গলবার (৩০ ডিসেম্বর) থেকে সারা দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর হবে। আন্তর্জাতিক বাজারে বিশুদ্ধ বা তেজাবি সোনার (Pure Gold) দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারে মূল্য সমন্বয়ের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন

আন্তর্জাতিক স্বর্ণবাজার পর্যবেক্ষণকারী ওয়েবসাইট goldprice.org–এর তথ্য অনুযায়ী, বিশ্ববাজারে স্বর্ণের দামে উল্লেখযোগ্য পতন লক্ষ্য করা গেছে। বর্তমানে প্রতি আউন্স স্বর্ণের দাম নেমে এসেছে ৪ হাজার ৩৩২ ডলারে। উল্লেখযোগ্য বিষয় হলো, মাত্র কয়েক দিন আগেও—২৬ ডিসেম্বর—আন্তর্জাতিক বাজারে আউন্সপ্রতি স্বর্ণের দাম ছিল ৪ হাজার ৫০০ ডলারের ওপরে। এই নিম্নমুখী প্রবণতাই দেশের বাজারে দাম কমানোর পথ তৈরি করেছে।

একনজরে সোনার নতুন দাম (প্রতি ভরি)

বাজুস ঘোষিত নতুন মূল্যতালিকা অনুযায়ী ক্যারেটভিত্তিক সোনার দাম-

২২ ক্যারেট (সবচেয়ে ভালো মান): ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা

২১ ক্যারেট: ২ লাখ ১৬ হাজার ৬০০ টাকা

১৮ ক্যারেট: ১ লাখ ৮৫ হাজার ৬৯১ টাকা

সনাতন পদ্ধতির সোনা: ১ লাখ ৫৪ হাজার ৭২৩ টাকা

রুপার দামে কোনো পরিবর্তন নেই

সোনার দামে বড় পরিবর্তন এলেও রুপার বাজারে কোনো প্রভাব পড়েনি। আগের নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে রুপা। বর্তমান মূল্য অনুযায়ী-

২২ ক্যারেট রুপা: ৬ হাজার ৬৫ টাকা

২১ ক্যারেট রুপা: ৫ হাজার ৭৭৪ টাকা

১৮ ক্যারেট রুপা: ৪ হাজার ৯৫৭ টাকা

সনাতন পদ্ধতির রুপা: ৩ হাজার ৭৩২ টাকা

ক্রমাগত মূল্যবৃদ্ধির বাজারে সোনার এই দাম কমা ক্রেতাদের জন্য সাময়িক হলেও স্বস্তির বার্তা নিয়ে এসেছে। বিশেষ করে বিয়ে ও উৎসব মৌসুমে জুয়েলারি কেনায় এটি ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করছেন ব্যবসায়ীরা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ