সদ্য সংবাদ
হাসান
রিপোর্টার
বিএনপি চেয়ারপারসন বেগম জিয়া আর নেই
হাসান: বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিরবিদায় নিয়েছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।
হাসপাতালে শেষ মুহূর্তের লড়াইগত ২৩ নভেম্বর থেকে ফুসফুস, লিভার ও কিডনিজনিত নানা জটিলতা নিয়ে এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী। তাঁর ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছিলেন, তিনি এক অত্যন্ত জটিল ও সংকটময় মুহূর্ত পার করছিলেন। আজ ফজরের নামাজের ঠিক পরেই দেশ ও জাতির জন্য এক অপূরণীয় শূন্যতা রেখে তিনি পরপারে পাড়ি জমান। বিএনপির মিডিয়া সেল ও ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করে সকলের নিকট দোয়া চাওয়া হয়েছে।
ফার্স্ট লেডি থেকে রাজনীতির কাণ্ডারি১৯৪৫ সালে দিনাজপুরে জন্মগ্রহণ করা খালেদা জিয়ার রাজনৈতিক যাত্রা ছিল রূপকথার মতো। ১৯৬০ সালে জিয়াউর রহমানের সঙ্গে পরিণয় সূত্রে আবদ্ধ হওয়ার পর তিনি ফার্স্ট লেডি হিসেবে বিশ্বমঞ্চে পরিচিতি পান। তবে ১৯৮১ সালে জিয়াউর রহমানের অকাল প্রয়াণের পর দলের অস্তিত্ব রক্ষায় তিনি রাজনীতিতে নামেন। ১৯৮৪ সালে বিএনপির চেয়ারপারসন হিসেবে দায়িত্ব নিয়ে স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে যে নেতৃত্ব তিনি দিয়েছিলেন, তা তাঁকে ইতিহাসে ‘আপসহীন নেত্রী’ হিসেবে অমর করে রেখেছে।
রেকর্ড গড়া প্রধানমন্ত্রী ও উন্নয়নের কারিগরবেগম খালেদা জিয়ার রাজনৈতিক ক্যারিয়ার অর্জনে ঠাসা। তিনি বাংলাদেশের একমাত্র রাজনীতিবিদ, যিনি সংসদীয় জীবনে লড়া প্রতিটি আসনেই জয়লাভ করেছেন, কখনও পরাজিত হননি। ১৯৯১ সালে প্রথমবার প্রধানমন্ত্রী হয়ে তিনি বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা ও নারী শিক্ষার প্রসারে উপবৃত্তি চালুর মাধ্যমে শিক্ষা খাতে বিপ্লব আনেন। ২০০১ সালে আবারও বিপুল ভোটে প্রধানমন্ত্রী হয়ে দেশের উন্নয়নে ব্যাপক অবদান রাখেন। ২০০৫ সালে বিশ্বের ক্ষমতাধর নারীদের তালিকায় তিনি ২৯তম স্থান অধিকার করেন এবং ২০১১ সালে নিউ জার্সি সিনেট তাঁকে ‘গণতন্ত্রের যোদ্ধা’ উপাধিতে ভূষিত করে।
কারাগারের অগ্নিপরীক্ষা ও অন্তিম মুক্তি২০১৮ সালে বিতর্কিত মামলায় কারাবন্দি হওয়া থেকে শুরু করে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান পর্যন্ত তাঁর জীবন ছিল সংগ্রামের। ছাত্র-জনতার বিপ্লবে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি সকল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা থেকে খালাস পান। জীবনের শেষ দিনগুলোতে অসুস্থতার সঙ্গে লড়াই করলেও গণতন্ত্র পুনরুদ্ধারের স্বপ্ন ছিল তাঁর চোখে-মুখে। তাঁর প্রয়াণে বাংলাদেশের রাজনৈতিক মানচিত্রে যে বিশাল শূন্যতা তৈরি হলো, তা অপূরণীয়।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- পে স্কেল চূড়ান্ত? যা যা রয়েছে রিপোর্টে দেখুন এক নজরে
- নবম পে-স্কেল: ২০ গ্রেড কমে ১৩ গ্রেড, সর্বোচ্চ বেতন ১.২৮ লাখ
- নবম জাতীয় পে স্কেল: গ্রেড কমছে, বেতন বাড়ছে দ্বিগুণ
- নতুন পে স্কেল: ১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর
- আবারও প্রার্থী পরিবর্তন করল বিএনপি: দেখে নিন চুড়ান্ত তালিকা
- বিএনপির চূড়ান্ত মনোনয়নে বড় পরিবর্তন: নতুন এলেন যারা-বাদ পড়লেন যারা
- ভয়াবহ ভূমিকম্প: জানুন কত মাত্রার-উৎপত্তি কোথায়?
- বিএনপির হাইকমান্ডের নির্দেশে আবারও পরিবর্তন প্রার্থী তালিকা
- ৬.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: জানুন উৎপত্তি স্থল-ক্ষয়ক্ষতির পরিমাণ
- নবম জাতীয় পে স্কেল ২০২৬: যত টাকা বেতন পাবে সরকারি চাকরিজীবিরা
- ১২ ফেব্রুয়ারির নির্বাচন: বিএনপির প্রার্থী তালিকায় শেষ মুহূর্তে বড় রদবদল, দেখে নিন তালিকা
- নবম পে স্কেলে বড় পরিবর্তন: ৩২ হাজার থেকে ১ লাখ ২৮ হাজার টাকা বেতন প্রস্তাব
- প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত? জানুন সর্বশেষ তথ্য
- শেষ মুহূর্তে বিএনপির ১৫ আসনে প্রার্থী পরিবর্তন, দেখুন নতুন তালিকা
- বেগম জিয়ার ৩ আসনে চরম নাটকীয়তা: শেষ পর্যন্ত মনোনয়ন জমা দিলেন যারা