ঢাকা, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২

হাসান

রিপোর্টার

১ জানুয়ারি থেকে যেসব সিম কার্ড বন্ধ হচ্ছে-দেখুন আপনারটিও আছে কিনা

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ ডিসেম্বর ২৮ ০১:১১:১১
১ জানুয়ারি থেকে যেসব সিম কার্ড বন্ধ হচ্ছে-দেখুন আপনারটিও আছে কিনা

হাসান: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মোবাইল সিম কার্ডের অপব্যবহার রোধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ জানুয়ারি ২০২৬ থেকে একজন গ্রাহক তাঁর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিয়ে সর্বোচ্চ ৫টি সিম নিবন্ধন করতে পারবেন। বর্তমানের ১০টি সিম রাখার সীমা কমিয়ে অর্ধেকে নামিয়ে আনার এই সিদ্ধান্ত অপরাধ নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে নেওয়া হয়েছে।

ধাপে ধাপে কমবে অতিরিক্ত সিমবিটিআরসি জানিয়েছে, বর্তমানে যাদের নামে ৫টির বেশি (৬ থেকে ১০টি) সিম নিবন্ধিত আছে, সেগুলো ধাপে ধাপে কমিয়ে ৫টিতে নামিয়ে আনা হবে। গত আগস্টের নির্দেশনা অনুযায়ী যাদের নামে ১০টির বেশি সিম ছিল, তাদের মধ্যে প্রায় ১৫ লাখ গ্রাহক ইতোমধ্যে অতিরিক্ত সিম বাতিল করেছেন। তবে এখনও প্রায় ৫০-৫৩ লাখ সিম বাতিলের প্রক্রিয়ায় রয়েছে, যা নির্ধারিত সময়ের পর সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে দেওয়া হবে।

কেন এই কঠোর সিদ্ধান্ত?বিটিআরসির পর্যবেক্ষণে দেখা গেছে, কিছু অসাধু বিক্রেতা সিম বিক্রির সময় গ্রাহকের অজান্তেই বায়োমেট্রিক তথ্য চুরি করে অতিরিক্ত সিম নিবন্ধন করছে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে, একজন গ্রাহক একই দিনে অস্বাভাবিকভাবে একাধিক সিম কিনছেন। সাইবার অপরাধ, গুজব ছড়ানো এবং ভুয়া আইডি খোলা ঠেকাতেই মূলত এই 'সিম লিমিট' কমানো হয়েছে।

সিম ব্যবহারে বিশ্বের নবম দেশ বাংলাদেশমজার বিষয় হলো, সিম ব্যবহারের দিক থেকে বাংলাদেশ বর্তমানে বিশ্বের নবম স্থানে রয়েছে। আমাদের পেছনে রয়েছে জাপান, জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্যের মতো উন্নত দেশগুলো। বিটিআরসির সর্বশেষ (অক্টোবর ২০২৫) তথ্যমতে, দেশে বর্তমানে মোবাইল সিম ব্যবহারকারীর সংখ্যা প্রায় ১৮ কোটি ৭৯ লাখ ৭০ হাজার।

গ্রামীণফোন: ৮ কোটি ৫৯ লাখ

রবি: ৫ কোটি ৭৫ লাখ

বাংলালিংক: ৩ কোটি ৭৯ লাখ

টেলিটক: ৬৬ লাখ ৭০ হাজার

বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী স্পষ্ট করেছেন, ১ জানুয়ারি থেকে নতুন সিম নিবন্ধনের ক্ষেত্রে ৫টির বেশি রাখার কোনো সুযোগ থাকবে না।

ট্যাগ: ১ এনআইডিতে কয়টি সিম ২০২৬ বিটিআরসি নতুন নিয়ম সিম কার্ড সিম নিবন্ধন সীমা ৫টি অতিরিক্ত সিম বন্ধের তারিখ বিটিআরসি নিউজ ২০২৬ এনআইডিতে সিম চেক করার নিয়ম কতটি সিম রাখা যাবে ১ জানুয়ারি থেকে গ্রামীণফোন রবি বাংলালিংক সিম লিমিট বায়োমেট্রিক সিম নিবন্ধন জালিয়াতি বিটিআরসি চেয়ারম্যানের ঘোষণা সিম বাতিল করার পদ্ধতি মোবাইল গ্রাহক সংখ্যা বাংলাদেশ ২০২৫ বিটিআরসি প্রেস ব্রিফিং আজ ফেক আইডি ও সিম বন্ধ নির্বাচনের আগে সিম নিয়ন্ত্রণ BTRC Sim Limit 5 per NID New Sim Registration Rule 2026 Maximum Sim Cards per Person BD BTRC News January 1st How many sim in 1 NID Bangladesh Mobile Subscriber Data Oct 2025 BTRC De-registration process Excess Sim Card Deactivation National ID Sim Registration Limit Cyber Crime Control BTRC Active SIM Users in BD Major General Emdad Ul Bari BTRC Biometric Sim Data Misuse Bangladesh 9th in SIM usage Sim Ownership Policy Update

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ