ঢাকা, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২

হাসান

রিপোর্টার

বাড়িতে ঢুকে নৃ’শংসভাবে দুই ভাইকে হ’ত্যা-জানুন বিস্তারিত

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ ডিসেম্বর ২৮ ০০:০৮:২৩
বাড়িতে ঢুকে নৃ’শংসভাবে দুই ভাইকে হ’ত্যা-জানুন বিস্তারিত

হাসান: মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় নিজ বাড়িতে দুর্বৃত্তদের অতর্কিত ও নৃশংস হামলায় দুই ভাই খুন হয়েছেন। মাগরিবের আজানের আগ মুহূর্তে ঘটে যাওয়া এই জোড়া খুনের ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের মধ্যে একজন কুয়েত প্রবাসী এবং অন্যজন কৃষক। হামলায় আরও একজন গুরুতর আহত হয়েছেন, যার জীবন বর্তমানে সংকটাপন্ন।

আজানের পূর্বমুহূর্তে অতর্কিত হামলাশনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা নামার ঠিক আগে উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের বিওসি কেছরিগুল গ্রামে ফরেস্ট অফিস সংলগ্ন নিমার আলীর বাড়িতে এই বর্বরোচিত হামলা চালানো হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, অজ্ঞাতনামা একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে বাড়িতে প্রবেশ করে জামাল উদ্দিন (৫৫) ও তাঁর ছোট ভাই আব্দুল কাইয়ুমের (৪৮) ওপর ঝাঁপিয়ে পড়ে। ঘাতকদের ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু নিশ্চিত হয়।

নিহত ও আহতদের পরিচয়নিহত জামাল উদ্দিন মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক উপ-প্রচার সম্পাদক মেহেদী হাসান কবিরের পিতা। তিনি মাত্র ৬ মাস আগে কুয়েত থেকে দেশে ফিরেছিলেন। তাঁর ছোট ভাই আব্দুল কাইয়ুম পেশায় একজন কৃষক ছিলেন। এই হামলায় মৃত আব্দুস সবুরের ছেলে মো. জমির উদ্দিন গুরুতর জখম হয়েছেন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তদন্তে পুলিশ: নেপথ্যে কী?ঘটনার খবর পেয়েই বড়লেখা থানা পুলিশ দ্রুত এলাকায় পৌঁছায় এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ উদ্ধারের কাজ শুরু করে। তবে ঠিক কী কারণে বা কোন শত্রুতার জেরে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান রাত ৯টায় জানান, "আমরা বর্তমানে ঘটনাস্থলে অবস্থান করছি এবং আলামত সংগ্রহের পাশাপাশি লাশ উদ্ধারের প্রক্রিয়া চলছে। এই হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশি তদন্ত শুরু হয়েছে।"

ট্যাগ: বড়লেখা জোড়া খুন মৌলভীবাজারের খবর আজ কুয়েত প্রবাসী হত্যা বড়লেখা জামাল উদ্দিন ও আব্দুল কাইয়ুম খুন বড়লেখা দক্ষিণভাগ জোড়া হত্যাকাণ্ড মৌলভীবাজার জেলা ছাত্রলীগ নেতার বাবা খুন বড়লেখা থানা পুলিশ নিউজ বিওসি কেছরিগুল গ্রাম হত্যাকাণ্ড সিলেটে জোড়া খুনের খবর প্রবাসী হত্যা বাংলাদেশ ২০২৫ বড়লেখায় হামলা ও খুন বড়লেখা হত্যাকাণ্ডের কারণ বড়লেখা থানার ওসি মনিরুজ্জামান দক্ষিণভাগ উত্তর ইউনিয়ন সংবাদ ব্রেকিং নিউজ মৌলভীবাজার Barlekha Double Murder Case Moulvibazar News Today Kuwait Expatriate Killed Barlekha Jamal Uddin Abdul Kaiyum Murder Double Homicide in Barlekha Barlekha Southbhag News Moulvibazar Crime Update 2025 Barlekha Police Investigation Jamal Uddin Expatriate Murder BOCI Keshyrigul Crime Chhatra League Leader Father Killed Barlekha News Live Barlekha OC Moniruzzaman Khan Double Murder in Sylhet Division Crime News Moulvibazar Today

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ