সদ্য সংবাদ
হাসান
রিপোর্টার
হঠাৎ এনসিপি ছাড়লেন তাসনিম জারা-জানুন কারণ
হাসান: রাজপথের তরুণ মুখ ও সামাজিক যোগাযোগমাধ্যমে অত্যন্ত পরিচিত ব্যক্তিত্ব ডা. তাসনিম জারা দেশের রাজনীতিতে এক নতুন আলোচনার জন্ম দিলেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি ‘জাতীয় নাগরিক পার্টি’ (এনসিপি)-র জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিবের পদ থেকে ইস্তফা দিয়েছেন।
শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় ডা. জারা নিজেই এই সিদ্ধান্তের কথা জানান। দলীয় রাজনীতির গণ্ডি পেরিয়ে তিনি এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে সরাসরি জনগণের কাঠগড়ায় দাঁড়াতে চান।
খিলগাঁওয়ের ‘ঘরের মেয়ে’ হিসেবে আবেগঘন বার্তাপদত্যাগের পর শনিবার সন্ধ্যায় ফেসবুকে দেওয়া এক আবেগঘন পোস্টে তাসনিম জারা তাঁর সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করেন। নিজেকে খিলগাঁও এলাকার ‘ঘরের মেয়ে’ হিসেবে উল্লেখ করে তিনি লেখেন, "খিলগাঁওয়েই আমার জন্ম ও বেড়ে ওঠা। এখানকার ধুলোবালিতেই আমি বড় হয়েছি। আমার আজন্ম স্বপ্ন ছিল একটি শক্তিশালী প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে এলাকার মানুষের সেবা করা। কিন্তু বর্তমান রাজনৈতিক বাস্তবতা ও জনগণের কাছে দেওয়া আমার ওয়াদা রক্ষার্থে আমি কোনো নির্দিষ্ট দল বা জোটের হয়ে লড়ছি না।"
ওয়াদা রক্ষার লড়াই: ঢাকা-৯ আসনে নতুন সমীকরণতাসনিম জারা তাঁর পোস্টে স্পষ্ট করেছেন যে, তিনি গতানুগতিক রাজনৈতিক ধারার বাইরে এক নতুন ‘রাজনৈতিক সংস্কৃতি’ গড়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতির অংশ হিসেবেই তিনি ঢাকা-৯ (খিলগাঁও-সবুজবাগ-মুগদা) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। দলীয় শৃঙ্খলার চেয়ে সরাসরি এলাকার মানুষের দাবি ও আকাঙ্ক্ষাকেই বড় করে দেখছেন এই তরুণ চিকিৎসাবিজ্ঞানী।
কেন এই আকস্মিক পদত্যাগ?এনসিপি সূত্র নিশ্চিত করেছে যে, ডা. জারার এই বিচ্ছেদ কোনো তিক্ততা থেকে নয়, বরং তাঁর ব্যক্তিগত নির্বাচনী কৌশলের অংশ। দলের এক যুগ্ম আহ্বায়ক জানান, জারা সাধারণ মানুষের সরাসরি প্রতিনিধি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে আগ্রহী। বিশেষ করে তরুণ ও শিক্ষিত ভোটারদের মাঝে তাঁর যে গ্রহণযোগ্যতা রয়েছে, স্বতন্ত্র প্রার্থী হয়ে সেটিকেই সর্বোচ্চ কাজে লাগাতে চান তিনি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ঢাকা-৯ এর মতো গুরুত্বপূর্ণ আসনে ডা. জারার স্বতন্ত্র প্রার্থী হওয়া প্রচলিত বড় দলগুলোর প্রার্থীদের জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। খিলগাঁওয়ের জনপদে এখন আলোচনার কেন্দ্রবিন্দু—‘ঘরের মেয়ে’ কি পারবেন নির্বাচনী বৈতরণী পার হয়ে সংসদে খিলগাঁওয়ের কণ্ঠস্বর হতে?
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- তারেক রহমানের নির্দেশে বিএনপির মনোনয়নে বড় রদবদল-তালিকা প্রকাশ, বাদ পড়লেন যারা
- পে স্কেল চূড়ান্ত? যা যা রয়েছে রিপোর্টে দেখুন এক নজরে
- নবম জাতীয় পে স্কেল: গ্রেড কমছে, বেতন বাড়ছে দ্বিগুণ
- নবম পে-স্কেল: ২০ গ্রেড কমে ১৩ গ্রেড, সর্বোচ্চ বেতন ১.২৮ লাখ
- বিএনপির প্রার্থী তালিকায় বড় চমক: হেভিওয়েটদের বাদ, নতুন মুখে ভরসা
- নতুন পে স্কেল: ১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর
- ভয়াবহ ভূমিকম্প: জানুন কত মাত্রার-উৎপত্তি কোথায়?
- হাদিকে যে প্রস্তাব দিয়েছিল শু’টার ফয়সাল, বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
- নবম পে স্কেলে বড় পরিবর্তন: ৩২ হাজার থেকে ১ লাখ ২৮ হাজার টাকা বেতন প্রস্তাব
- ২০২৫ সালে বাংলাদেশের ১০ শীর্ষ ধনী: এক নজরে তাদের পরিচয়
- বাংলাদেশকে না বলল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য-সুইজারল্যান্ড-জানুন কারণ
- স্বর্ণের দাম দেশে সর্বোচ্চ, প্রতি ভরিতে ৪,১৯৯ টাকা বৃদ্ধি
- হাদি হত্যাকাণ্ড: গ্রেপ্তার আরও একজন-মিলল বিস্ফোরক তথ্য
- প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত? জানুন সর্বশেষ তথ্য
- রয়টার্সের বিশেষ প্রতিবেদন: বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে যে এগিয়ে