সদ্য সংবাদ
হাসান
রিপোর্টার
বাংলাদেশ দূতাবাস ঘেরাওয়ের হুমকি!
হাসান: কলকাতায় বাংলাদেশের উপ-দূতাবাসকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে রাজপথ। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজ্য বিজেপির বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিশাল এক বিক্ষোভ সমাবেশ থেকে বাংলাদেশ মিশন ঘেরাওয়ের চরম হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর কথিত নির্যাতনের প্রতিবাদ জানিয়ে আগামী জানুয়ারিতে ৫ লাখ হিন্দু সন্ন্যাসীকে সাথে নিয়ে উপ-দূতাবাস ঘেরাও করার ঘোষণা দিয়েছেন এই বিজেপি নেতা।
স্মারকলিপি প্রদান ও পুলিশের বাধাএদিন দুপুরে কলকাতার শিয়ালদহ স্টেশন থেকে গেরুয়াধারী সাধু-সন্ত ও বিজেপি কর্মীদের একটি বিশাল মিছিল বাংলাদেশের উপ-দূতাবাসের দিকে অগ্রসর হয়। মিছিলটি প্রায় ২০০ মিটার দূরে বেগবাগান মোড়ে পৌঁছালে কলকাতা পুলিশ ব্যারিকেড দিয়ে তা আটকে দেয়। সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন নেতা-কর্মীরা। পরবর্তীতে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল কড়া নিরাপত্তায় উপ-দূতাবাসে গিয়ে ডেপুটি হাইকমিশনারের সাথে সাক্ষাৎ করেন এবং একটি স্মারকলিপি জমা দেন।
৫ লাখ সাধু নিয়ে ঘেরাওয়ের হুমকিপ্রায় ৩০ মিনিটের বৈঠক শেষে বাইরে এসে সাংবাদিকদের মুখোমুখি হন শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করেন, গত সোমবার থেকেই তারা বাংলাদেশের বর্তমান সরকারের কাছে বিভিন্ন মাধ্যমে তাদের দাবি ও প্রতিবাদ পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া সমালোচনা করে তিনি বলেন, "মমতা যতই পুলিশ দিয়ে প্রাচীর তৈরি করুক, ব্যবস্থা না নেওয়া হলে সব উপড়ে ফেলা হবে।"
শুভেন্দু আরও বড় আন্দোলনের ডাক দিয়ে বলেন, "গঙ্গাসাগর মেলায় অংশ নিতে জানুয়ারিতে ৫ লাখ সাধু আসবেন। পুণ্যস্নান শেষে আমি নিজে তাদের পথ দেখিয়ে এই মিশনের সামনে নিয়ে আসব। সেদিন পুলিশ কমিশনার মনোজ ভার্মার কত ক্ষমতা আছে তা দেখা যাবে।"
রাজনৈতিক সমীকরণ ও উত্তেজনামিছিলে উপস্থিত ছিলেন হাজারো সাধু ও নাগা সন্ন্যাসী। শুভেন্দু অধিকারীর এই হুমকির ফলে কলকাতার বাংলাদেশ উপ-দূতাবাস এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। নতুন বছরের শুরুতেই গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে এই বিক্ষোভ বিশাল রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- তারেক রহমানের নির্দেশে বিএনপির মনোনয়নে বড় রদবদল-তালিকা প্রকাশ, বাদ পড়লেন যারা
- পে স্কেল চূড়ান্ত? যা যা রয়েছে রিপোর্টে দেখুন এক নজরে
- নবম জাতীয় পে স্কেল: গ্রেড কমছে, বেতন বাড়ছে দ্বিগুণ
- নবম পে-স্কেল: ২০ গ্রেড কমে ১৩ গ্রেড, সর্বোচ্চ বেতন ১.২৮ লাখ
- বিএনপির প্রার্থী তালিকায় বড় চমক: হেভিওয়েটদের বাদ, নতুন মুখে ভরসা
- নতুন পে স্কেল: ১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর
- ভয়াবহ ভূমিকম্প: জানুন কত মাত্রার-উৎপত্তি কোথায়?
- হাদিকে যে প্রস্তাব দিয়েছিল শু’টার ফয়সাল, বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
- নবম পে স্কেলে বড় পরিবর্তন: ৩২ হাজার থেকে ১ লাখ ২৮ হাজার টাকা বেতন প্রস্তাব
- ২০২৫ সালে বাংলাদেশের ১০ শীর্ষ ধনী: এক নজরে তাদের পরিচয়
- বাংলাদেশকে না বলল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য-সুইজারল্যান্ড-জানুন কারণ
- স্বর্ণের দাম দেশে সর্বোচ্চ, প্রতি ভরিতে ৪,১৯৯ টাকা বৃদ্ধি
- হাদি হত্যাকাণ্ড: গ্রেপ্তার আরও একজন-মিলল বিস্ফোরক তথ্য
- প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত? জানুন সর্বশেষ তথ্য
- রয়টার্সের বিশেষ প্রতিবেদন: বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে যে এগিয়ে