ঢাকা, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২

হাসান

রিপোর্টার

দেশে ফের ভূমিকম্প: জানুন কত মাত্রার-উৎপত্তিস্থল কোথায়?

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ ডিসেম্বর ২৬ ২২:৫২:৪৩
দেশে ফের ভূমিকম্প: জানুন কত মাত্রার-উৎপত্তিস্থল কোথায়?

হাসান: পর্যটন শহর বান্দরবানে হঠাৎ মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটে এই ভূ-কম্পনে কেঁপে ওঠে পাহাড়বেষ্টিত এই জনপদ। হঠাৎ ধরিত্রী কেঁপে ওঠায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই ঘরবাড়ি ছেড়ে খোলা জায়গায় বেরিয়ে আসেন। তবে প্রাথমিক তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পের মাত্রা ও উৎপত্তিস্থলবাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৯। ভূ-পৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার। আবহাওয়া অধিদপ্তরের বান্দরবান কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সনাতন কুমার মন্ডল জানিয়েছেন, কম্পনটির উৎপত্তিস্থল ছিল ২২.০৭ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯২.৫১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। কম গভীরতার ভূমিকম্প হওয়ায় স্থানীয়ভাবে কম্পনটি বেশ ভালোভাবেই অনুভূত হয়েছে।

আতঙ্কে ঘর ছেড়েছে মানুষসন্ধ্যাবেলায় হঠাৎ এমন কম্পনে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। বান্দরবানের স্থানীয় বাসিন্দা হেলালউর রশিদ জানান, "সন্ধ্যায় হঠাৎ সবকিছু দুলে ওঠে। আতঙ্কে মানুষজন দিকবিদিক ছোটাছুটি শুরু করে। ঘর থেকে সবাই রাস্তায় বেরিয়ে আসে।" পাহাড়ি অঞ্চলে ঘনঘন এমন কম্পন অনুভূত হওয়ায় স্থানীয়দের মধ্যে দীর্ঘমেয়াদী উদ্বেগের সৃষ্টি হয়েছে।

বর্তমানে আবহাওয়া অধিদপ্তর ও স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। পাহাড় ধস বা অন্য কোনো ক্ষয়ক্ষতির ঝুঁকি রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ