ঢাকা, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২

হাসান

রিপোর্টার

মোহাম্মদপুরে জোড়া হ’ত্যা’কান্ড

মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের ডেড লাইন দেওয়া হলো পুলিশকে

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ ডিসেম্বর ১০ ০১:১৬:২৩
মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের ডেড লাইন দেওয়া হলো পুলিশকে

হাসান: ঢাকার মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যার ঘটনায় গৃহকর্মীকে আসামি করে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন আগামী ১৩ জানুয়ারির মধ্যে জমা দিতে নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার মামলার এজাহার মহানগর হাকিম হাসিব উল্লাহ পিয়াসের আদালতে পৌঁছালে আদালত তা গ্রহণ করে তদন্ত কর্মকর্তাকে নির্ধারিত সময়সীমায় প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের এসআই মিজানুর রহমান।

গত সোমবার রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডের বাসায় লায়লা আফরোজ (৪৮) এবং তার ১৫ বছর বয়সী মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজকে গলা কেটে হত্যা করা হয়। ওই রাতেই লায়লার স্বামী আ জ ম আজিজুল ইসলাম মোহাম্মদপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

আজিজুল ইসলাম উত্তরার সানবিমস স্কুলের পদার্থবিজ্ঞানের শিক্ষক। তিনি স্ত্রী ও একমাত্র কন্যাকে নিয়ে প্রায় ১৩ বছর ধরে ওই বাসায় বসবাস করছিলেন। তাদের বাড়ি নাটোরে।

মামলার এজাহারে তিনি জানান, সোমবার সকালে প্রতিদিনের মতো সকাল ৭টায় স্কুলের উদ্দেশে বাসা থেকে বের হন। সেদিন পরীক্ষা থাকায় তিনি স্বাভাবিকের চেয়ে আগে বেলা ১১টার দিকে বাসায় ফেরেন। ফিরে ঘরে ঢুকেই স্ত্রী ও মেয়ের নিথর দেহ পড়ে থাকতে দেখে তিনি চিৎকার করে উঠেন। পরে প্রতিবেশীরা এগিয়ে আসেন এবং পুলিশে খবর দেওয়া হয়।

পুলিশ ভবনের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখেছে, সকাল ৭টা ৫১ মিনিটে বোরখা পরা এক তরুণী যার নাম আয়েশা, আনুমানিক বয়স ২০ ফ্ল্যাটে প্রবেশ করে। এরপর ৯টা ৩৬ মিনিটে তিনি বেরিয়ে আসেন স্কুলড্রেস পরে। ওই ড্রেসটি নিহত নবম শ্রেণির শিক্ষার্থী নাফিসার।

ঘটনার পর ভবনের দারোয়ান খালেককে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তিনি জানিয়েছেন, চার দিন আগে কাজের খোঁজে এলে তিনি তরুণীকে ওই ফ্ল্যাটে পাঠিয়ে দেন, তবে তার সঙ্গে কোনো পূর্বপরিচয় ছিল না।পুলিশের ধারণা, সকাল ৭টার পর আসায় দারোয়ান স্বাভাবিকভাবেই তাকে ভেতরে ঢুকতে দেন। কিন্তু বের হওয়ার সময় স্কুলড্রেস ও মাস্ক পরা অবস্থায় তাকে চিনতে পারেননি।

এ ঘটনায় রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত দ্রুত এগিয়ে নিচ্ছে বলে জানানো হয়েছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ