ঢাকা, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

১৮ অঞ্চলে ঝড় ও বজ্রসহ বৃষ্টির সতর্কবার্তা

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ জুলাই ১৫ ২১:১৭:০৪
১৮ অঞ্চলে ঝড় ও বজ্রসহ বৃষ্টির সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক: দেশজুড়ে আবারও বৃষ্টিসহ ঝড়ো আবহাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর মঙ্গলবার ১৫ জুলাই রাত ১টা পর্যন্ত দেশের ১৮টি অঞ্চলের জন্য ঝড় ও বজ্রসহ বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে। এতে বলা হয়েছে, এসব এলাকায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানান, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

সকাল ৯টার পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল সকাল ৯টার মধ্যে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী এবং অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে, যা জনজীবন ও কৃষিকাজে প্রভাব ফেলতে পারে।

তাপমাত্রার বিষয়ে পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী ও রংপুর বিভাগে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে দেশের অন্যান্য এলাকায় তাপমাত্রা সামান্য বাড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

যাত্রাপথে সাবধানতা অবলম্বন করুন, বিশেষ করে নদীবন্দর ও উপকূলীয় এলাকার যাত্রীরা সতর্ক থাকুন। স্থানীয় আবহাওয়া অফিসের নির্দেশনা মেনে চলুন।

সোহাগ/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ