সদ্য সংবাদ
ডিবি হারুনের বিরুদ্ধে ডা. সাবরিনার বিস্ফোরক অভিযোগ
নিজস্ব প্রতিবেদন: বিতর্কিত জেকেজি কেলেঙ্কারির অন্যতম আলোচিত মুখ ডা. সাবরিনা আরিফ চৌধুরী এবার সরাসরি মুখ খুলেছেন সাবেক গোয়েন্দা (ডিবি) কর্মকর্তা হারুন অর রশিদের বিরুদ্ধে। এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেছেন, হারুন নিয়মবহির্ভূতভাবে ব্যক্তিগত ফোনে কল করে তাকে তলব করতেন, যা আইনি প্রক্রিয়ার সম্পূর্ণ পরিপন্থী।
সাক্ষাৎকারে ডা. সাবরিনা বলেন, “হারুন সাহেব আমাকে তিনবার আন-অফিশিয়ালি ফোন করে বলেছিলেন—‘একটু আসেন, কথা আছে।’ অথচ আমি তখন ওই মামলার মূল অভিযুক্ত ছিলাম না, জেকেজির চেয়ারম্যান বা স্বাক্ষরকারীও না। আমার ডাক পড়ার কোনো যৌক্তিকতা ছিল না, বিষয়টা আমাকে বিস্মিত করে।”
তিনি আরও জানান, “আমি বিদেশে থাকাকালীন সময়েও হারুন বারবার ফোন করেছিলেন। কিন্তু আমার পরিবার সতর্ক করেছিল—তার বিরুদ্ধে নানা গসিপ চালু ছিল। বাবা সবসময় বলতেন, ‘সরকারিভাবে ডেকে পাঠালে যেও, এমনভাবে না।’ আমি তাই তার ফোন ডাকে সাড়া দিইনি।”
ডা. সাবরিনা অভিযোগ করেন, “হারুন যেন নাটক করতে পছন্দ করতেন। যেদিন আমাকে ডাকা হয়, দেখি সাংবাদিকরা আগেই সেখানে হাজির। তাদের আগেভাগে জানানো হয়েছিল। এরপর আমাকে গ্রেপ্তার দেখানো হয়, অথচ আলোচনা হয়েছিল আমি কোন মেডিকেল কলেজে পড়েছি আর কোন বিসিএস ব্যাচে ছিলাম—এটুকুই।”
তিনি দাবি করেন, কারামুক্তির পরও হারুন তার ওপর নজর রাখতেন। তার ভাষ্য, “হারুন তখন আমার একটি বই সমকামিতাসংক্রান্ত বলে বাজেয়াপ্ত করতে চেয়েছিলেন, অথচ বইটির সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতাই ছিল না।”
সাবরিনা আরও বলেন, “হারুন যখন ক্ষমতায় ছিলেন, তখন কেউ তার বিরুদ্ধে কিছু বলতে সাহস করত না। একবার সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিল, ‘আপনাকে ঘিরে এত গসিপ কেন?’ তখন তিনি বলেছিলেন, বড় অপরাধীদের ধরার কারণেই তাকে কেউ কেউ অপছন্দ করে। আমার নাম বলেননি ঠিকই, তবে আমি নিশ্চিত, ইঙ্গিতটা ছিল আমার দিকেই।”
বর্তমানে সাবরিনা মনে করেন, এখন তিনি স্বাধীনভাবে সত্য কথা বলতে পারছেন। “তখন তার এত ক্ষমতা ছিল যে কিছু বলার সাহস করতাম না। এখন সে আর ক্ষমতায় নেই, তাই সাহস করে বলছি,”—বলেন তিনি।
সোহাগ/
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- চূড়ান্ত হল বেতন কাঠামো! বাড়ছে দ্বিগুনেরও বেশি বেতন
- দেশের বাজারে আজকের স্বর্ণের মূল্য (১৭ জানুয়ারি)
- চূড়ান্ত হল সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো
- পে-স্কেল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আজ: সর্বনিম্ন বেতন কত?
- নবম পে স্কেল নিয়ে সরকারের বড় সিদ্ধান্ত: তবে কি চূড়ান্ত হচ্ছে কাঠামো?
- নবম পে-স্কেলের বৈঠক শেষ: নতুন যা যা আসলো সিদ্ধান্তে
- গ্রেড কমছে না নবম পে-স্কেলে, বেতন বাড়ল কত?
- স্বর্নের বাজারে স্বস্তি: একলাফে কমে গেল সোনার দাম
- পে স্কেল বাতিল! গ্রেডভিত্তিক মহার্ঘ ভাতা পাচ্ছেন চাকরিজীবীরা
- সর্বনিম্ন বেতন ২১ হাজার: চাকরিজীবীদের অপেক্ষার অবসান ঘটতে পারে কালকেই
- নেটদুনিয়ায় মাহিয়া মাহির ভিডিও ভাইরাল-দেখুন লিংকসহ
- এলপিজি গ্যাস নিয়ে বড় সুখবর
- বিশ্ববাজারে স্বস্তির হাওয়া: কমল স্বর্ণের দাম
- অপেক্ষার অবসান ঘটল, পে-স্কেল নিয়ে আসল বড় সুখবর
- ফের হ্যাভিওয়েট প্রার্থীর মনোনয়ন বাতিল: বিএনপির বড় ধাক্কা