ঢাকা, বুধবার, ২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

জুলাই মাসে আবহাওয়ার চরম বিরূপতা: আসছে ৩টি ঘূর্ণিঝড়ের আশঙ্কা

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ জুলাই ০২ ২০:০৭:৪০
জুলাই মাসে আবহাওয়ার চরম বিরূপতা: আসছে ৩টি ঘূর্ণিঝড়ের আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক: আষাঢ়ের প্রায় দুই-তৃতীয়াংশ সময় পার হলেও এখনো দেশের অধিকাংশ অঞ্চলে কাঙ্ক্ষিত বর্ষণের দেখা মেলেনি। এমন খরার মাঝেই বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জুলাই মাসজুড়ে বেশ কয়েকটি তাপপ্রবাহ এবং একাধিক ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিয়েছে।

২ জুলাই, বুধবার আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. মমিনুল ইসলাম স্বাক্ষরিত এক মাসব্যাপী পূর্বাভাসে জানানো হয়, জুলাইয়ে দেশজুড়ে তিন থেকে পাঁচটি মৃদু (৩৬°-৩৭.৯°C) থেকে মাঝারি মাত্রার (৩৮°-৩৯.৯°C) তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

পাশাপাশি বঙ্গোপসাগরে চার থেকে ছয়টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে এক থেকে তিনটি নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এসবের প্রভাবে উপকূলীয় অঞ্চলে হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত।

তবে স্বস্তির খবর হচ্ছে—এই পরিস্থিতি সত্ত্বেও সার্বিকভাবে দেশে বন্যার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে অধিদপ্তর।

পূর্বাভাসে আরও বলা হয়, জুলাই মাসে স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা বিরাজ করতে পারে। বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে মোট ১০ থেকে ১২ দিন।

এমন খরাপ্রবণ ও ঝুঁকিপূর্ণ আবহাওয়ায় সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদেরা।

আশা/

ট্যাগ: ঘূর্ণিঝড়

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ