সদ্য সংবাদ
ছেলের বন্ধুকে বিয়ে করে মা হচ্ছেন ৫০ বছর বয়সী 'সিস্টার জিন'

নিজস্ব প্রতিবেদক: চীনের সোশ্যাল মিডিয়ায় বর্তমানে সবচেয়ে আলোচিত নামগুলোর একটি—‘সিস্টার জিন’। ৫০ বছর বয়সী এই নারী নিজের ছেলের ঘনিষ্ঠ বন্ধুকে বিয়ে করে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন। চমকপ্রদ এই সম্পর্কের গল্পে নতুন মাত্রা যোগ হয়েছে যখন তিনি ঘোষণা করেন, তিনি মা হতে চলেছেন।
চীনের জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ‘ডাউইন’-এ নিজের গর্ভাবস্থার খবর জানান সিস্টার জিন। একাই সন্তানদের বড় করে তোলার দীর্ঘ পথচলার পর, জীবনের এক ব্যতিক্রমী মোড়ে এসে দাঁড়ান তিনি—ছেলের বন্ধু দেফুর সঙ্গে প্রেম এবং পরে বিয়ে।
প্রায় ছয় বছর আগে এক নববর্ষের অনুষ্ঠানে প্রথম দেখা দেফুর সঙ্গে। তখন তিনি ছিলেন অতিথি, আর আজ হয়ে উঠেছেন জীবনসঙ্গী। আতিথেয়তায় মুগ্ধ হয়ে দেফু পুরো সপ্তাহ জিনের বাড়িতে কাটান। ধীরে ধীরে সম্পর্ক গাঢ় হয়, এবং চলতি বছরের শুরুতেই তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।
দেফু নিজে চীনা নাগরিক এবং চীনা সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। দু’জন মিলে চীনের নানা ঐতিহ্যবাহী জায়গায় ভ্রমণ করেছেন, উপভোগ করেছেন ক্যান্টনিজ খাবার, এমনকি কিংবদন্তি মার্শাল আর্ট বীর ওয়ং ফেই-হাংয়ের শহরও ঘুরে দেখেছেন।
জিন বর্তমানে ডাউইনে ১৩ হাজারেরও বেশি অনুসারীর কাছে এক পরিচিত মুখ। সেখানে তিনি বিলাসবহুল জীবন, দাম্পত্যের আনন্দ, ও মাতৃত্বের প্রস্তুতির বিভিন্ন মুহূর্ত শেয়ার করেন। এক ভিডিও বার্তায় তিনি বলেন—“ভালোবাসা কখনো বয়স দেখে হয় না।”
তবে বয়সের পার্থক্য ও সম্পর্কের প্রেক্ষাপটে সামাজিক মাধ্যমে চলছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ একে ভালোবাসার সাহসী উদাহরণ হিসেবে দেখছেন, আবার কেউ কটাক্ষ করে বলছেন—“সবটাই একটা সাজানো নাটক!” এমনকি কেউ প্রশ্ন তুলেছেন—“ছেলের বন্ধুর সঙ্গে বিয়ে? এই বয়সে মা হওয়া কি বাস্তবসম্মত?”
সমালোচনার জবাবে জিন স্পষ্টভাবে জানান, “সময়ই আমাদের ভালোবাসার সত্যতা প্রমাণ করবে।” এমনকি তিনি নিজের প্রি-নেটাল চেকআপ রিপোর্ট অনলাইনে শেয়ার করেছেন, যাতে অনুসারীরা আশ্বস্ত হন।
চলতি বছরের ৮ জুন আসে সবচেয়ে চমকপ্রদ ঘোষণা—সিস্টার জিন গর্ভবতী। বয়সের সীমাবদ্ধতা সত্ত্বেও তিনি এটিকে জীবনের এক আশীর্বাদ হিসেবে দেখছেন। আগামী বসন্তেই তাদের সন্তান পৃথিবীতে আসবে বলে তারা আশা করছেন, এমনকি নবজাতকের জন্য শয্যাও কিনে ফেলেছেন।
সিস্টার জিনের এই ভিন্নধর্মী ভালোবাসার গল্প ইতোমধ্যে চীনা সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে—কেউ বলছেন যুগান্তকারী প্রেম, কেউবা বলছেন বিতর্কিত সিদ্ধান্ত।
আয়শা/
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- পায়খানার রাস্তার লোম কাটা জায়েজ কিনা: ইসলাম কী বলে
- বাংলাদেশকে ঘিরে ইরানের পরোক্ষ বার্তা
- সহবাস শেষে বীর্য বাহিরে ফেললে কি গুনাহ হবে
- বাস্তব সহবাসের দৃশ্য! বাংলা ১০ সিনেমায় না দেখলে চরম মিস
- দেশে জ্বালানি তেলের দাম নির্ধারণ
- কোন রক্তের গ্রুপে গরম বা শীত বেশি লাগে
- আবারও কমে গেল সোনার দাম
- অবশেষে ভারতীয় ভিসা নিয়ে এলো বড় সুখবর!
- মৃত্যুর আগে মানুষ যে স্বপ্নগুলো বারবার দেখে — কী বার্তা দেয় এই দৃশ্যগুলো
- রেকর্ড পরিমাণ কমেছে জ্বালানি তেলের দাম
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বিকট শব্দ হতে পারে, আতঙ্ক নয় সতর্ক থাকার পরামর্শ
- নিষেধাজ্ঞার ঝুঁকিতে বাংলাদেশ!
- অবশেষে ভারতের পক্ষ থেকে বাংলাদেশকে ইতিবাচক বার্তা
- দু’দিনেই বড় পতন স্বর্ণের দামে, বিশ্ববাজারে ধস
- ইরানের জন্য দুঃসংবাদ