সদ্য সংবাদ
আরও ২৬ গুপ্তচর ধরেছে ইরান

নিজস্ব প্রতিবেদন: ইসরায়েলের সঙ্গে যোগসাজশের অভিযোগে ইরানের গোয়েন্দা বাহিনী আরও ২৬ জনকে গ্রেপ্তার করেছে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স নিউজ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ইহুদি রাষ্ট্রের হয়ে গুপ্তচরবৃত্তি ও রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছে।
২৫ জুন, বুধবার তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি-কে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, এই অভিযান পরিচালনা করেছে ইরানের গোয়েন্দা সংস্থা ‘হযরত ওয়ালি আছর কর্পস’।
গোয়েন্দা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, অধিকাংশ অভিযুক্ত রাষ্ট্রবিরোধী তৎপরতা, আতঙ্ক ছড়ানোর ষড়যন্ত্র এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় নাশকতার পরিকল্পনার কথা স্বীকার করেছে।
অন্যদিকে, একই দিনে ইসরায়েলের সেনাপ্রধান ইয়াল জামির দাবি করেন, সম্প্রতি শেষ হওয়া ১২ দিনের যুদ্ধে তাদের কমান্ডো ইউনিট ইরানের অভ্যন্তরে গোপন অভিযান চালিয়েছে। তিনি জানান, ইরানের আকাশসীমা ও গুরুত্বপূর্ণ কৌশলগত এলাকাগুলোর উপর তারা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। এ সময় তিনি মার্কিন গোয়েন্দা সংস্থার সহযোগিতার কথাও উল্লেখ করেন।
এদিকে ইরান কর্তৃপক্ষ জানিয়েছে, এরইমধ্যে ইসরায়েলের পক্ষে গুপ্তচরবৃত্তির দায়ে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দেশটি প্রায়ই বিদেশি গোয়েন্দা সংস্থার হয়ে কাজের অভিযোগে ব্যক্তিদের গ্রেপ্তার ও দণ্ড দিয়ে থাকে।
যদিও মঙ্গলবার থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, তবে উভয় পক্ষই নিজেদের জয় দাবি করে চলেছে। বিশ্লেষকদের ধারণা, সামরিক সংঘাত থামলেও গোয়েন্দা অভিযান এবং কূটনৈতিক টানাপোড়েন আরও তীব্র হতে পারে।
সোহাগ/