ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২

আবারও ইসরায়েলে হামলা

বিশ্ব ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ জুন ২৫ ২৩:৩৬:৩২
আবারও ইসরায়েলে হামলা

ইসরায়েলের দিকে ফের ড্রোন হামলার অভিযোগ উঠেছে ইয়েমেনের বিরুদ্ধে। বুধবার (২৫ জুন) মেহের নিউজের বরাত দিয়ে এই তথ্য জানায় বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

ইসরায়েলি সংবাদমাধ্যম ও আল জাজিরা জানিয়েছে, ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে ড্রোন নিক্ষেপ করা হয়েছে। তবে এ হামলার সময় কোনও সতর্কতা সাইরেন বাজানো হয়নি। ইসরায়েলের টেলিভিশন চ্যানেল ১২ দাবি করেছে, ড্রোনটি মাঝপথেই প্রতিহত করা হয়েছে।

হামলার পরপরই ইয়েমেনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে, ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি হয়। সোমবার (২৩ জুন) সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘ট্রুথ সোশ্যাল’-এ এক পোস্টে ঘোষণা দেন, ইরান ও ইসরায়েল একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।

ট্রাম্পের বক্তব্য অনুযায়ী, যুদ্ধবিরতির প্রাথমিক সময়সীমা ১২ ঘণ্টা নির্ধারণ করা হয়। প্রথমে ইরান যুদ্ধবিরতি শুরু করবে এবং ১২ ঘণ্টা পর ইসরায়েল এতে আনুষ্ঠানিকভাবে যোগ দেবে। মোট ২৪ ঘণ্টা পর এই ‘১২ দিনের যুদ্ধ’কে বিশ্বব্যাপী সমাপ্ত বলে ঘোষণা করা হবে।

তিনি আরও লেখেন, “যুদ্ধবিরতির সময় উভয় পক্ষ শান্তিপূর্ণ ও সম্মানজনক আচরণ বজায় রাখবে। আশা করছি, সবকিছু পরিকল্পনা অনুযায়ীই চলবে। এই সাহসিকতার জন্য ইরান ও ইসরায়েল উভয় দেশকেই অভিনন্দন জানাই।”

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ