সদ্য সংবাদ
হরমুজ প্রণালী বন্ধের পথে ইরান, বিশ্বজুড়ে জ্বালানি বাজারে অস্থিরতা ছড়ানোর শঙ্কা

নিজস্ব প্রতিবেদন: মার্কিন হামলার জবাবে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ইরান। এমন পদক্ষেপ বিশ্ব তেল ও গ্যাস সরবরাহে ভয়াবহ সংকট তৈরি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সম্প্রতি টানা নয়দিন ধরে উত্তেজনার পর যুক্তরাষ্ট্র ‘অপারেশন মিডনাইট হ্যামার’ নামে একটি ভয়াবহ বিমান হামলা চালায় ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনায়। অভিযানে অংশ নেয় বি-২ স্টিলথ বোমারু বিমান ও ক্লাস্টার বোমা। ধারণা করা হচ্ছে, এই হামলার পেছনে ইসরায়েলের কূটনৈতিক চাপ ও প্রত্যক্ষ আহ্বানই মুখ্য ছিল।
এই ঘটনার প্রতিক্রিয়ায় ইরান ঘোষণা দেয়, তারা হরমুজ প্রণালী বন্ধ করতে যাচ্ছে। ইতোমধ্যে দেশটির পার্লামেন্ট বিষয়টির অনুমোদন দিয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ‘প্রেস টিভি’। এখন চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে প্রস্তাবটি, যা ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের অনুমোদনের ওপর নির্ভর করছে।
ইরানের প্রভাবশালী সংসদ সদস্য ও বিপ্লবী গার্ডের শীর্ষ কর্মকর্তা ইসমাইল কোসারি জানিয়েছেন, “হরমুজ প্রণালী বন্ধের বিষয়টি এখন আমাদের কার্যসূচিতে আছে। প্রয়োজন পড়লে তাৎক্ষণিক বাস্তবায়ন করা হবে।”
উল্লেখ্য, বিশ্বব্যাপী ব্যবহৃত তেলের প্রায় ২০ শতাংশই সরবরাহ হয় এই হরমুজ প্রণালীর মাধ্যমে। ফলে এ রুট বন্ধ হয়ে গেলে শুধু উপসাগরীয় অঞ্চলের দেশগুলো নয়, গোটা বিশ্বই জ্বালানি সংকটে পড়তে পারে। এমনকি যারা সরাসরি এ অঞ্চল থেকে তেল-গ্যাস আমদানি করে না, তারাও এ প্রভাব থেকে মুক্তি পাবে না।
এর আগে ইরান-ইরাক যুদ্ধ (১৯৮০–৮৮) চলাকালীন সময়ে উপসাগরে ট্যাংকারে হামলা হলেও কখনোই হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ হয়নি। তেল ও গ্যাস রপ্তানির ক্ষেত্রে এই রুটের কোনও কার্যকর বিকল্প পথ না থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।
সোহাগ/
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- কোন গ্রুপের রক্তের ক্যান্সারের ঝুঁকি বেশি
- শেখ হাসিনা লন্ডনে যাচ্ছেন, যা জানা গেল প্রকৃতভাবে
- ইরানকে শক্তিশালী আঘাত করল যুক্তরাষ্ট্র!
- যে রক্তের গ্রুপে স্ট্রোক হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি
- এমন বৃষ্টি আর কতদিন চলবে, জানালো আবহাওয়া অফিস
- নিম্নচাপের প্রভাবে ঝড়বৃষ্টির আশঙ্কা, বিপদের ঝুঁকিতে যেসব জেলা
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ ঘোষণা
- আবেদনের ২৪ ঘণ্টার মধ্যেই বাংলাদেশকে ভিসা দিবে ৬ দেশ!
- কার সঙ্গে কার বিয়ে হবে—সবই কি ভাগ্যের লিখন
- ইয়েমেনে ভারতীয় নার্স প্রিয়া মৃত্যুদণ্ডে দণ্ডিত: কী ঘটেছিল
- অপারেশন সিদুর’-এ ২৫০ ভারতীয় সেনা নিহত, দাবি পাকিস্তানি সংবাদমাধ্যমের
- দাঁত ব্রাশ করার পরও মুখে দুর্গন্ধ, জেনে নিন কার্যকর ৬টি সমাধান
- তরুণদের মধ্যেও বাড়ছে ক্যানসার: এই লক্ষণগুলো অবহেলা করলেই বিপদ
- একজন ব্যক্তি সর্বোচ্চ সিম ব্যবহারের সিদ্ধান্ত চূড়ান্ত
- ভারত কি ভাঙনের পথে! সত্যি হতে চলেছে ওবামার সতর্কবার্তা