সদ্য সংবাদ
সরকারের সমন্বয় ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: সিইসি

নিজস্ব প্রতিবেদক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশন স্বাধীন হলেও সরকারের সহযোগিতা ছাড়া একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সম্ভব নয়। তিনি জানান, নির্বাচনকে কেন্দ্র করে সরকারের সঙ্গে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক আলোচনা চলমান রয়েছে।
শনিবার (২১ জুন) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সেখানে নির্বাচনী আইন ও বিধিমালা বিষয়ক একটি দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
সিইসি বলেন, নির্বাচনের সময়সূচি নির্ধারণ নিয়ে সরকারের সঙ্গে বৈঠক কোনো ব্যতিক্রম কিছু নয়। সময় মতো অন্তর্বর্তী সরকারের সঙ্গে বসে আনুষ্ঠানিকভাবে ভোটের তারিখ জানানো হবে।
তিনি আরও জানান, নির্বাচন কমিশনের কাজের প্রকৃতি এমন যে, সরকারের সঙ্গে সমন্বয় থাকা জরুরি। এ বিষয়ে বাড়তি আনুষ্ঠানিকতার কিছু নেই।
নির্বাচনী রোডম্যাপ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কমিশন এটিকে ‘রোডম্যাপ’ নয়, বরং একটি ‘কর্মপরিকল্পনা’ হিসেবে দেখছে। সেই পরিকল্পনা অনুযায়ী নির্বাচন সংক্রান্ত কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে এবং ধারাবাহিকভাবে এগিয়ে চলছে।
সিইসি আরও বলেন, প্রতিটি সরকারি প্রতিষ্ঠানের মতো নির্বাচন কমিশনেরও নিজস্ব পরিকল্পনা রয়েছে, যার আওতায় নির্বাচন আয়োজনের প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে।
আশা/