সদ্য সংবাদ
চীন থেকে উড়ে এসে ইরানে ‘গায়েব’ রহস্যময় যুদ্ধবিমান

নিজস্ব প্রতিবেদক: ইরান ও ইসরায়েলের চলমান উত্তেজনার মধ্যে আকাশপথে ঘটেছে এক চাঞ্চল্যকর ঘটনা। চীন থেকে উড্ডয়ন করা তিনটি রহস্যজনক কার্গো বিমান হঠাৎ করেই মাঝপথে রাডার থেকে অদৃশ্য হয়ে গেছে। বিমানের গন্তব্য ছিল ইউরোপের লুক্সেমবার্গ, কিন্তু শেষবার এসব বিমানকে দেখা যায় ইরানের সীমান্ত এলাকায়—আর সেখান থেকেই উধাও!
এই ঘটনা ঘিরে নতুন করে প্রশ্ন উঠেছে—চীন কি গোপনে ইরানকে সামরিক সহায়তা দিচ্ছে?
ব্রিটিশ সংবাদমাধ্যম *দ্য টেলিগ্রাফ*-এর বরাতে জানা যায়, ইসরায়েলের সামরিক হামলার পরদিনই প্রথম রহস্যময় কার্গো বিমানটি চীন থেকে উড্ডয়ন করে। পরবর্তী দুই দিনের মধ্যে আরও দুটি বিমান একই রুটে আকাশে ওঠে। ফ্লাইট পরিকল্পনায় লুক্সেমবার্গের নাম থাকলেও বাস্তবে বিমানগুলো ইউরোপীয় আকাশসীমায় ঢুকেইনি।
বিমানগুলো উত্তর চীন থেকে কাজাখস্তান, উজবেকিস্তান ও তুর্কমেনিস্তান হয়ে ইরান সীমান্তে পৌঁছায়। এর পরই তারা রাডার থেকে হঠাৎ অদৃশ্য হয়ে যায়। সামরিক বিশ্লেষকরা বলছেন, এ ধরনের হেভি কার্গো বিমান সাধারণত অস্ত্র ও সামরিক সরঞ্জাম পরিবহনের জন্য ব্যবহৃত হয় এবং এর সঙ্গে যুক্ত কোম্পানিগুলো অনেক সময় রাষ্ট্রীয় প্রতিরক্ষা চুক্তির অধীনেও থাকে।
এই বিমানে ঠিক কী ছিল, তা এখনও স্পষ্ট নয়। তবে কিছু বিমান আবার ইরান সীমান্ত থেকে উড্ডয়ন করে ইউরোপের দিকে ফিরে গেছে বলে জানা গেছে। এদের গন্তব্য ছিল লুক্সেমবার্গ, যদিও দেশটির বিমান সংস্থা *কার্গোলাক্স* জানিয়েছে, তারা ইরানের আকাশপথ ব্যবহার করে না এবং ওই ফ্লাইটে কী পরিবহন করা হয়েছিল, সে বিষয়ে তারা মন্তব্য করতে রাজি হয়নি।
ইসরায়েলি নিরাপত্তা বিশ্লেষক টুভিয়া গেরিং মনে করেন, চীন সরাসরি ইরানে অস্ত্র পাঠাচ্ছে—এমন ধারণার পক্ষে এখনো দৃঢ় প্রমাণ নেই। তবে তিনি সতর্ক করে বলেন, “বর্তমান ভূরাজনৈতিক বাস্তবতায় এমন ঘটনা অস্বাভাবিক নয়। ইরানে বড় কোনো অস্থিরতা চীনের মধ্যপ্রাচ্য নীতি ও জ্বালানি স্বার্থকে মারাত্মকভাবে নাড়িয়ে দিতে পারে।”
বিশ্লেষকদের মতে, চীন হয়তো সরাসরি সামরিক ভূমিকা নিচ্ছে না, তবে আড়ালে বড় ধরনের কৌশলগত অবস্থান নিচ্ছে। আর এসব রহস্যময় ফ্লাইট ভবিষ্যতের আন্তর্জাতিক কূটনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
ইরান-ইসরায়েল সংঘাত এখন শুধু রণক্ষেত্রেই নয়, ছড়িয়ে পড়ছে কূটনৈতিক স্তর, অস্ত্রবাণিজ্য এবং বৈশ্বিক ক্ষমতার ভারসাম্যেও। চীন থেকে উড়ে এসে ইরানে হারিয়ে যাওয়া এসব কার্গো বিমান যেন সেই সংঘাতের এক নতুন, অজানা অধ্যায়ের ইঙ্গিত দিচ্ছে।
আশা/
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেখ হাসিনা লন্ডনে যাচ্ছেন, যা জানা গেল প্রকৃতভাবে
- ইরানকে শক্তিশালী আঘাত করল যুক্তরাষ্ট্র!
- যে রক্তের গ্রুপে স্ট্রোক হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি
- এমন বৃষ্টি আর কতদিন চলবে, জানালো আবহাওয়া অফিস
- নিম্নচাপের প্রভাবে ঝড়বৃষ্টির আশঙ্কা, বিপদের ঝুঁকিতে যেসব জেলা
- আবেদনের ২৪ ঘণ্টার মধ্যেই বাংলাদেশকে ভিসা দিবে ৬ দেশ!
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ ঘোষণা
- কার সঙ্গে কার বিয়ে হবে—সবই কি ভাগ্যের লিখন
- ইয়েমেনে ভারতীয় নার্স প্রিয়া মৃত্যুদণ্ডে দণ্ডিত: কী ঘটেছিল
- সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে, সর্বনিম্ন ৪ হাজার, সর্বোচ্চ ৭ হাজার ৮০০ টাকা
- অপারেশন সিদুর’-এ ২৫০ ভারতীয় সেনা নিহত, দাবি পাকিস্তানি সংবাদমাধ্যমের
- দাঁত ব্রাশ করার পরও মুখে দুর্গন্ধ, জেনে নিন কার্যকর ৬টি সমাধান
- তরুণদের মধ্যেও বাড়ছে ক্যানসার: এই লক্ষণগুলো অবহেলা করলেই বিপদ
- একজন ব্যক্তি সর্বোচ্চ সিম ব্যবহারের সিদ্ধান্ত চূড়ান্ত
- জরিপ বলছে: জাতীয় নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পাবে বিএনপি