ঢাকা, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

আইপিএল ২০২৫: কার হাতে ট্রফি, ভবিষ্যদ্বাণী করে চমকে দিল টিয়া!

ক্রিকেট ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ জুন ০৩ ১১:৫৮:৫০
আইপিএল ২০২৫: কার হাতে ট্রফি, ভবিষ্যদ্বাণী করে চমকে দিল টিয়া!

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৫ ফাইনাল ঘিরে উত্তেজনা যখন তুঙ্গে, ঠিক তখনই হাজির এক অদ্ভুত দৃশ্য—ভবিষ্যদ্বাণী করতে মঞ্চে আসে একটি টিয়া! দুই দলের প্রতীক লাগানো দুটি পাত্রের সামনে পাখিটিকে ছেড়ে দেওয়া হয়, আর সেটি থামল সরাসরি পাঞ্জাব কিংসের প্রতীকের সামনে।

তাতেই শুরু হয়ে গেল উল্লাস—বিশেষ করে পাঞ্জাব সমর্থকদের মধ্যে যেন আগাম উৎসবের আমেজ!

টিয়ার মালিক দাবি করছেন, তার পোষা পাখিটি এর আগেও একাধিক খেলার ফলাফল সঠিকভাবে আগেই বলে দিয়েছে। এবারও সে জানিয়ে দিয়েছে—আইপিএল ২০২৫-এ ইতিহাস গড়তে চলেছে পাঞ্জাব কিংস। অর্থাৎ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বহু কাঙ্ক্ষিত শিরোপা আবারও অধরা থাকছে!

তবে ক্রিকেটাররা বলছেন, ভবিষ্যদ্বাণী যাই হোক, সব সিদ্ধান্ত হবে মাঠেই—ব্যাটে, বলে আর বুদ্ধিমত্তায়।

তবুও টিয়ার ভবিষ্যদ্বাণী ঘিরে সামাজিক মাধ্যমে চলছে জোর আলোচনা। কেউ বলছেন "পাখির চোখই সত্যি হবে", কেউ আবার বলছেন "টিয়াকে দেখে খেলাটা বিচার করা যাবে না!"

শেষ পর্যন্ত দেখা যাক—টিয়ার ভাগ্যবাণী সত্যি হয় কিনা, নাকি বেঙ্গালুরু মাঠে বাজিমাত করে সব হিসেব উল্টে দেয়!

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ