সদ্য সংবাদ
এখানেই গড়ে উঠছে বাংলাদেশের ভবিষ্যৎ—প্রধান উপদেষ্টার আবেগঘন বার্তা
নিজস্ব প্রতিবেদক: জাতীয় ঐক্যমতের ভিত্তি গড়ে তোলার চলমান প্রক্রিয়া নিয়ে এক আবেগঘন বক্তব্য দিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, প্রতিদিন অসংখ্য বৈঠকে অংশ নিই, নানান আলোচনা করি। তবে সবচেয়ে তৃপ্তি পাই তখনই, যখন আপনাদের মতো সবার সঙ্গে বসে খোলামেলা কথা বলার সুযোগ হয়। কারণ এখানেই রচিত হচ্ছে আমাদের প্রিয় বাংলাদেশের ভবিষ্যৎ।
সোমবার অনুষ্ঠিত এক পর্যালোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
প্রধান উপদেষ্টা জানান, সংস্কার-প্রক্রিয়া শুরুর সময় কিছুটা অনিশ্চয়তা থাকলেও দ্রুতই সিদ্ধান্ত নেওয়া হয়—বিষয়ভিত্তিক বিশ্লেষণের জন্য গঠন করা হবে একাধিক কমিশন। প্রথমে গঠিত হয় ছয়টি, পরে আরও ছয়টি, সব মিলিয়ে ১২টি কমিশন কাজ শুরু করে।
তিনি বলেন, প্রত্যেক কমিশনকে ৯০ দিনের সময়সীমা দেওয়া হয়েছিল। বেশিরভাগ কমিশন সময়মতো কাজ শেষ করেছে। কিছু কিছু ক্ষেত্রে অতিরিক্ত সময় লেগেছে, তবে সেটি মোটেই বাধা নয়। তাদের প্রতিবেদনের ভিত্তিতেই ঐক্যমতের খসড়া তৈরি হয়েছে।
এই জাতীয় ঐক্যমতের প্রক্রিয়ার নেতৃত্বে রয়েছেন যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক ড. আলী রিয়াজ। প্রধান উপদেষ্টা বলেন, প্রত্যেক বৈঠকে ড. রিয়াজের আশাবাদী ও উৎসাহব্যঞ্জক মনোভাব আমাদের কাজকে প্রাণবন্ত করেছে।
তিনি আরও বলেন, প্রথমে ভাবিনি সবাই এত গভীরভাবে যুক্ত হবেন। কিন্তু আমি অভিভূত। কমিশনের সদস্যরা শুধু নিজেদের মধ্যে নয়, আন্তঃকমিশন পর্যায়েও আলোচনা করে মত গঠন করেছেন। এটাই গণতান্ত্রিক ঐক্যের প্রকৃত রূপ।
এখন এই প্রক্রিয়া এগোচ্ছে ‘ঐক্যমত সনদ’ চূড়ান্ত ও প্রকাশের দিকে। লক্ষ্য—আগামী জুলাইয়ে তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা। উপদেষ্টা বলেন, দ্বিতীয় পর্বে যদি আরও কিছু বিষয়ে ঐক্যমত প্রতিষ্ঠা করা যায়, তাহলে সেটি জাতির জন্য হবে একটি গর্বের অর্জন।
বক্তব্যের শেষ অংশে তিনি বলেন, আমরা রাজনীতিকে বিভক্তির পথে ঠেলে দিতে চাই না। আমাদের লক্ষ্য—জাতীয় ঐক্যের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়া। এই ঐতিহাসিক উদ্যোগের অংশ হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- তারেক রহমানের নির্দেশে বিএনপির মনোনয়নে বড় রদবদল-তালিকা প্রকাশ, বাদ পড়লেন যারা
- পে স্কেল চূড়ান্ত? যা যা রয়েছে রিপোর্টে দেখুন এক নজরে
- বিএনপির প্রার্থী তালিকায় বড় চমক: হেভিওয়েটদের বাদ, নতুন মুখে ভরসা
- নবম জাতীয় পে স্কেল: গ্রেড কমছে, বেতন বাড়ছে দ্বিগুণ
- নবম পে-স্কেল: ২০ গ্রেড কমে ১৩ গ্রেড, সর্বোচ্চ বেতন ১.২৮ লাখ
- নতুন পে স্কেল: ১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর
- ভয়াবহ ভূমিকম্প: জানুন কত মাত্রার-উৎপত্তি কোথায়?
- অবশেষে হাদির খু’নি ফয়সালের সর্বশেষ অবস্থান শনাক্ত-জানুন বিস্তারিত
- হাদিকে যে প্রস্তাব দিয়েছিল শু’টার ফয়সাল, বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
- নবম পে স্কেলে বড় পরিবর্তন: ৩২ হাজার থেকে ১ লাখ ২৮ হাজার টাকা বেতন প্রস্তাব
- হাদির ওপর হামলাকারী ফয়সালকে নিয়ে ‘ভ’য়ংকর’ তথ্য দিল তার মা-বাবা
- ২০২৫ সালে বাংলাদেশের ১০ শীর্ষ ধনী: এক নজরে তাদের পরিচয়
- কনটেন্ট তৈরি করতে গিয়ে মেয়ের পাজামা খু’লে দেওয়া: যা জানা গেল
- স্বর্ণের দাম দেশে সর্বোচ্চ, প্রতি ভরিতে ৪,১৯৯ টাকা বৃদ্ধি
- হাদি হত্যাকাণ্ড: গ্রেপ্তার আরও একজন-মিলল বিস্ফোরক তথ্য