ঢাকা, শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২

ডিসেম্বরের আগেই জাতীয় নির্বাচন সম্ভব

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ মে ২৯ ২০:২৩:৩৮
ডিসেম্বরের আগেই জাতীয় নির্বাচন সম্ভব

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের ইচ্ছাকে সম্মান জানিয়ে দ্রুত জাতীয় নির্বাচন আয়োজন করা উচিত এবং তা ডিসেম্বরের আগেই সম্ভব।

বৃহস্পতিবার (২৯ মে) রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “আমরা মনে করি, প্রস্তাবিত সংস্কার কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন হলে এবং সরকারের সদিচ্ছা থাকলে ডিসেম্বরের আগেই জাতীয় নির্বাচন দেওয়া সম্ভব।”

বর্তমান সরকারের সমালোচনা করে তারেক রহমান বলেন, “দশ মাস পেরিয়ে গেলেও সরকার এখনো জাতীয় নির্বাচনের নির্দিষ্ট তারিখ ঘোষণা করতে পারেনি। এর ফলে রাষ্ট্রীয় প্রশাসন ও রাজনীতিতে এক ধরনের অস্থিরতা ও অনিশ্চয়তা তৈরি হয়েছে।”

তিনি আরও বলেন, “অর্থনীতির চাকা থেমে যাচ্ছে, কাঙ্ক্ষিত বিনিয়োগ আসছে না। দেশের ব্যবসায়িক সংগঠনগুলো জানাচ্ছে, শত শত কলকারখানা বন্ধ হয়ে গেছে, অনেকগুলো আবার বন্ধ হওয়ার পথে। তারা তাদের সমস্যাগুলো সরকারের সামনে উপস্থাপন করারও সুযোগ পাচ্ছে না।”

অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে তারেক রহমান বলেন, “এই সরকারের জনগণের সঙ্গে সরাসরি কোনো যোগাযোগ নেই। শুধু প্রশাসন বা ফাইলের মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব নয়। জনগণের সঙ্গে সম্পৃক্ততা ছাড়া প্রকৃত সমাধান আসে না। আর এ কারণেই রাজনীতির প্রয়োজনীয়তা কখনো ফুরায় না।”

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ