সদ্য সংবাদ
সেনাবাহিনী এসেও, শেষ রক্ষা হলো না ছাত্রলীগ সভাপতির

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছাত্রলীগের সভাপতি তানজির আহমেদ খান রিয়াজকে তার শশুরবাড়ি থেকে তুলে নিয়ে তাকে পুলিশের হাতে তুলে দেয় ছাত্র দল ও যুবদলের নেতারা। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাতে রিয়াজ প্রায় ২৫-৩০ জন সমর্থকসহ রূপসি স্লুইসগেট এলাকায় তার শ্বশুরবাড়িতে পৌঁছালে খবর পেয়ে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে যান। উপস্থিতি মাত্রই দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয় এবং তা সংঘর্ষে রূপ নেয়, যার ফলে যুবদল ও ছাত্রদলের অন্তত ১৫ জন আহত হন।
আহতদের মধ্যে রয়েছেন তারাব পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান আরিফ, যুবদল নেতা রাসেল ভূঁইয়া, সাইফুল ইসলাম, কাউছার, ছাত্রদলের ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি জুয়েল ও আব্দুল্লাহ আল মামুন। আহতদের অনেকেই আছেন প্রাথমিক চিকিৎসায়। তারা আছেন নিকটস্থ হাসপাতালে।
ঘটনা আরও অনকে খারাপ হলে সেখানে সেনাবাহিনি আসে তার পর তারা পরিস্থিতির নিয়ন্ত্রণে নেয়। এরপর যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা রিয়াজকে পুলিশের হাতে তুলে দেন। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলী জানিয়েছেন, রিয়াজের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়কার হত্যা মামলাসহ আরও বেশ কিছু মামলা রয়েছে, যা বর্তমানে তদন্তাধীন।