ঢাকা, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

সতর্কতা জারি করলো পুলিশ সদর দপ্তর

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ মে ২৫ ২১:২৮:১০
সতর্কতা জারি করলো পুলিশ সদর দপ্তর

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পুলিশের নাম ব্যবহার করে সাম্প্রতিক সময়ে প্রতারণার ঘটনা বেড়ে যাওয়ায় সারাদেশে সতর্কতা জারি করেছে পুলিশ সদর দপ্তর। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সাধারণ মানুষকে এ ধরনের প্রতারক চক্র থেকে সাবধান থাকার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু অসাধু ব্যক্তি নিজেদের পুলিশ সদস্য পরিচয় দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম, ছবি ও পদবী ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করছে এবং প্রতারণার ফাঁদে ফেলছে।

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, এসব চক্রের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এ বিষয়ে কাউকে সন্দেহজনক মনে হলে দ্রুত স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জননিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশ সর্বদা সতর্ক ও দায়বদ্ধ। সাধারণ মানুষ যেন কোনোভাবেই প্রতারকদের প্রলোভনে না পড়ে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে বলা হয়েছে।

ট্যাগ: পুলিশ

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ