সদ্য সংবাদ
ঢাকায় পাঁচ ঘণ্টার বেশি ডাকাতদের দখলে ছিল যাত্রীবাহী বাস

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে আবারও সংঘটিত হলো ভয়াবহ বাস ডাকাতির ঘটনা। মঙ্গলবার (২০ মে) রাত সাড়ে ১১টা থেকে পরদিন বুধবার ভোর সাড়ে ৫টা পর্যন্ত টানা সাড়ে পাঁচ ঘণ্টা ধরে ‘আল ইমরান’ পরিবহনের একটি বাস ছিল ডাকাতদের নিয়ন্ত্রণে। এই সময়ের মধ্যে যাত্রীদের কাছ থেকে সর্বস্ব লুটে নেওয়া হয়। অভিযোগ আছে, নারী যাত্রীদের শ্লীলতাহানিও করেছে দুর্বৃত্তরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানবীর আহমদ।
বাসের সুপারভাইজার ও যাত্রীদের ভাষ্যমতে, মঙ্গলবার রাত ৮টার দিকে ঢাকার আবদুল্লাহপুর থেকে রংপুরগামী আল ইমরান পরিবহনের বাসটি যাত্রা শুরু করে। পথে সাভারের নরসিংহপুর, বাইপাইল ও আশুলিয়া থেকে আরও কিছু যাত্রী ওঠেন। বাসে মোট ৪৫ জন যাত্রী ছিলেন, যাদের মধ্যে প্রায় ১০ জন নারী।
রাত সাড়ে ১১টার দিকে বাসটি টাঙ্গাইলের কালিহাতীর এলেঙ্গা পার হয়। এরপর যমুনা সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কে কয়েক কিলোমিটার যাওয়ার পর হঠাৎ যাত্রীবেশে থাকা ৮-১০ জন ডাকাত দেশীয় অস্ত্রের মুখে চালকের কাছ থেকে বাসের নিয়ন্ত্রণ নেয়। তারা চালকসহ সকল যাত্রীর চোখ ও মুখ বেঁধে ফেলে। পরে বাসটি ঘুরিয়ে নিয়ে আসে ঢাকার দিকে।
বাস চলাচলের পুরো সময়জুড়ে ডাকাতরা যাত্রীদের তল্লাশি করে মোবাইল ফোন, নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান জিনিসপত্র লুটে নেয়। এমনকি তারা বাসটি সাভারের চন্দ্রা ও আশুলিয়া এলাকায় নিয়ে গিয়ে সারারাত কয়েকবার টাঙ্গাইল ও ঢাকার মাঝামাঝি বিভিন্ন স্থানে ঘোরাফেরা করে। এই সময়ে নারী যাত্রীদের হেনস্তাও করে তারা।
বাসচালক আবেদ আলী জানান, পুরো রাতজুড়ে বাসটি ৪-৫ বার টাঙ্গাইল থেকে চন্দ্রা-আশুলিয়া এলাকায় চক্কর দেয়। ভোর সাড়ে ৫টার দিকে ডাকাতরা বাসটি ফেলে রেখে টাঙ্গাইল শহরের বাইপাস সড়কের শিবপুর এলাকা দিয়ে সটকে পড়ে। পরে যাত্রীরা টাঙ্গাইল সদর থানায় গিয়ে ঘটনার বিবরণ দেন।
এ বিষয়ে ওসি তানবীর আহমদ জানান, মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং ডাকাতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- পায়খানার রাস্তার লোম কাটা জায়েজ কিনা: ইসলাম কী বলে
- বাংলাদেশকে ঘিরে ইরানের পরোক্ষ বার্তা
- সহবাস শেষে বীর্য বাহিরে ফেললে কি গুনাহ হবে
- বাস্তব সহবাসের দৃশ্য! বাংলা ১০ সিনেমায় না দেখলে চরম মিস
- দেশে জ্বালানি তেলের দাম নির্ধারণ
- কোন রক্তের গ্রুপে গরম বা শীত বেশি লাগে
- আবারও কমে গেল সোনার দাম
- মৃত্যুর আগে মানুষ যে স্বপ্নগুলো বারবার দেখে — কী বার্তা দেয় এই দৃশ্যগুলো
- অবশেষে ভারতীয় ভিসা নিয়ে এলো বড় সুখবর!
- রেকর্ড পরিমাণ কমেছে জ্বালানি তেলের দাম
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বিকট শব্দ হতে পারে, আতঙ্ক নয় সতর্ক থাকার পরামর্শ
- স্বর্ণের বাজারে ধস: কমছে দাম
- নিষেধাজ্ঞার ঝুঁকিতে বাংলাদেশ!
- অবশেষে ভারতের পক্ষ থেকে বাংলাদেশকে ইতিবাচক বার্তা
- দু’দিনেই বড় পতন স্বর্ণের দামে, বিশ্ববাজারে ধস