সদ্য সংবাদ
ইশরাকের শপথ নিয়ে বিতর্ক আদালতে, মন্তব্য এড়ালেন উপদেষ্টা আসিফ

নিজস্ব প্রতিবেদক: বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথগ্রহণ ইস্যু এখন বিচারাধীন, তাই এ নিয়ে সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি প্রধানমন্ত্রীর উপদেষ্টা আসিফ মাহামুদ। তিনি বলেন, *"বিষয়টি বর্তমানে আদালতে রয়েছে। তাই এ নিয়ে মন্তব্য করা শোভন হবে না।"
তিনি জানান, ইশরাকের শপথকে কেন্দ্র করে একটি রিট পিটিশন দায়ের হয়েছে এবং সেটির শুনানির প্রস্তুতি চলছে। শপথ সংক্রান্ত আইনি জটিলতা নিরসনের জন্য আইন মন্ত্রণালয়ের মতামত চাওয়া হয়েছে। *"আমরা আইন মন্ত্রণালয়ের দিকনির্দেশনার অপেক্ষায় আছি। নির্দেশনা পাওয়ার পরই সরকারিভাবে সিদ্ধান্ত নেওয়া হবে,"* বলেন তিনি।
আসিফ মাহামুদ আরও বলেন, "সরকার কোনো বিষয়ে এককভাবে সিদ্ধান্ত নেয় না। প্রতিটি সিদ্ধান্ত একটি সম্মিলিত প্রক্রিয়ার মাধ্যমে গৃহীত হয়। তাই এই ইস্যুতে কাউকে ব্যক্তিগতভাবে দায়ী করা অযৌক্তিক। আদালতের রায়ই চূড়ান্ত হবে।"
সংবাদ সম্মেলনে ভারত-বাংলাদেশ বাণিজ্য নিয়েও কথা বলেন উপদেষ্টা। তাঁর মতে, ভারতের সাময়িক রপ্তানি নিষেধাজ্ঞায় ক্ষতি ভারতেরই বেশি হবে। তবে বাংলাদেশ এ অবস্থাকে আত্মনির্ভরতার সুযোগ হিসেবে দেখছে। "আমরা বিকল্প বাজার খুঁজছি। সাময়িক কিছু সমস্যা হলেও, দীর্ঘমেয়াদে এটি আমাদের জন্য ইতিবাচক হয়ে উঠবে," তিনি বলেন।
এ সময় নিষিদ্ধ সংগঠনগুলোর কার্যক্রম সম্পর্কে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, "আইনের বাইরে কোনো অপতৎপরতা বরদাশত করা হবে না। আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে এবং যেকোনো নাশকতা প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।"
সোহাগ/