ঢাকা, শুক্রবার, ১৩ জুন ২০২৫, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩২

দিল্লি ক্যাপিটালসের একাদশে মুস্তাফিজ

ক্রিকেট ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ মে ১৮ ২০:১০:২১
দিল্লি ক্যাপিটালসের একাদশে মুস্তাফিজ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় দলের হয়ে খেলেই রাত পেরোতে না পেরোতেই আইপিএলে! এমনই ব্যস্ত সূচির মধ্যে দিয়ে আজ রোববার দিল্লি ক্যাপিটালসের একাদশে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।

শনিবার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে খেলেছিলেন তিনি। সেখান থেকে কোনও বিশ্রাম না নিয়েই সরাসরি উড়াল দেন ভারতে। দীর্ঘ ভ্রমণ ও টানা খেলার ধকল থাকলেও আজই মাঠে নামছেন তিনি আইপিএলের ম্যাচে।

দিল্লির হোম গ্রাউন্ডে বাংলাদেশ সময় রাত ৮টায় গুজরাট টাইটান্সের মুখোমুখি হয় দিল্লি ক্যাপিটালস। টস জিতে গুজরাট প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। দিল্লির একাদশে মুস্তাফিজ খেলছেন অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্কের পরিবর্তে।

তবে আজকের ম্যাচে মুস্তাফিজের খেলানো নিয়ে প্রথমে কিছুটা সংশয় ছিল। টানা খেলা ও ভ্রমণের ক্লান্তি নিয়ে দুশ্চিন্তায় ছিল দিল্লি টিম ম্যানেজমেন্ট। তবে শেষ পর্যন্ত ফিটনেস টেস্টে উত্তীর্ণ হয়ে একাদশে জায়গা করে নেন ‘দ্য ফিজ’।

অক্ষর প্যাটেলের নেতৃত্বাধীন দলটি আজ মাঠে নামছে তিন পেসার ও তিন স্পিনার নিয়ে। মুস্তাফিজের সঙ্গে পেস আক্রমণে রয়েছেন এনরিখ নর্কিয়া ও খলিল আহমেদ।

উল্লেখ্য, চলতি আইপিএলের মাঝপথে মুস্তাফিজকে স্কোয়াডে ভেড়ায় দিল্লি ক্যাপিটালস। ১৪ মে তাকে অন্তর্ভুক্তির ঘোষণা দেয় ফ্র্যাঞ্চাইজিটি। বিসিবি থেকে তিনি পেয়েছেন ৭ দিনের এনওসি—১৮ মে থেকে ২৪ মে পর্যন্ত। এই সময়ের মধ্যে দিল্লির রয়েছে তিনটি ম্যাচ, আর প্রতিটি ম্যাচেই মুস্তাফিজকে দেখা যেতে পারে মাঠে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ