ঢাকা, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

পদ্মা সেতুর চেয়েও দ্বিগুণ বড় সেতু পাচ্ছে বাংলাদেশ

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ মে ১৭ ২১:৫৫:০৫
পদ্মা সেতুর চেয়েও দ্বিগুণ বড় সেতু পাচ্ছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বহুদিনের অপেক্ষা শেষ হতে যাচ্ছে ভোলাবাসীর। দেশের একমাত্র দ্বীপ জেলা ভোলা এবার সরাসরি সড়কপথে যুক্ত হতে যাচ্ছে বরিশালের সঙ্গে, আর এটি সম্ভব হচ্ছে দেশের সবচেয়ে বড় সেতুর মাধ্যমে।

সেতুটির প্রস্তাবিত দৈর্ঘ্য প্রায় ১১ কিলোমিটার, যা পদ্মা সেতুর প্রায় দ্বিগুণ। তবে নির্মাণ ব্যয় হবে মাত্র ১৭ হাজার কোটি টাকা, যা পদ্মা সেতুর খরচের অর্ধেকেরও কম। চার লেনবিশিষ্ট এই সেতু নির্মিত হলে ভোলা থেকে বরিশাল যেতে সময় লাগবে মাত্র ৩০ থেকে ৪০ মিনিট। এতে করে নৌপথের দীর্ঘ যাত্রার কষ্টের অবসান ঘটবে।

এই সেতু নির্মাণ প্রকল্পে আগ্রহ দেখিয়েছে জাপানের মিয়াগাও কোম্পানি। পাশাপাশি কোরিয়া, চীনসহ আরও কয়েকটি আন্তর্জাতিক নির্মাণ কোম্পানিও আলোচনায় রয়েছে। বিদেশি অর্থায়ন না পেলেও সরকার নিজস্ব তহবিলেই প্রকল্প বাস্তবায়নের প্রস্তুতি নিয়েছে।

সেতু বিভাগের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ইতোমধ্যে প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন। সব কিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০২৫ সালের মাঝামাঝি সময়েই নির্মাণকাজ শুরু হতে পারে।

এই সেতু শুধু ভোলার সঙ্গে বরিশালের সরাসরি সংযোগই নয়, বরং গোটা দক্ষিণাঞ্চলের অর্থনীতি ও যোগাযোগব্যবস্থায় বড় পরিবর্তন আনতে পারে। দক্ষিণ এশিয়ার মধ্যে এটি হবে দ্বিতীয় দীর্ঘতম সেতু, ভারতের অটল সেতুর পরই যার অবস্থান।

আশা/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ