ঢাকা, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

বিসিবিতে টানা ৪ ঘন্টা অভিযান চালিয়ে কি পেল দুদক

ক্রিকেট ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ মে ১৭ ২১:১২:৫৪
বিসিবিতে টানা ৪ ঘন্টা অভিযান চালিয়ে কি পেল দুদক

নিজস্ব প্রতিবেদক: দুপুর গড়িয়ে ঠিক যখন সূর্য মাথার উপর এসে পড়ে, তখন হঠাৎ করে উত্তপ্ত হয়ে ওঠে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের বিসিবি কার্যালয়। দুর্নীতি দমন কমিশন (দুদক) টানা চার ঘণ্টা অভিযান চালায় বোর্ডের প্রধান ভবনে। দুদকের চার কর্মকর্তা বিসিবির বিভিন্ন নথিপত্র পরীক্ষা করেন, যার মধ্যে সাম্প্রতিক সময়ে আলোচিত ফান্ড ট্রান্সফার সংক্রান্ত কাগজপত্রও ছিল।

এমন খবরে তড়িঘড়ি করে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামউদ্দিন চৌধুরী এসে উপস্থিত হন। পরবর্তীতে বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন না আসলেও, পরিচালক ফারুক আহমেদ উপস্থিত হন, যিনি উদ্বেগ প্রকাশ করেন তাঁর মুখাবয়বে।

সম্প্রতি একটি ব্যাংক অ্যাকাউন্ট থেকে অর্থ স্থানান্তরের ঘটনায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। দুদক জানিয়েছে, তারা সংশ্লিষ্ট ব্যাংক লেনদেনের রেকর্ড সংগ্রহ করেছে। বোর্ডের দাবি অনুযায়ী, নির্ধারিত সিগনেটরিদের স্বাক্ষরেই ওই অর্থ স্থানান্তরিত হয়েছে এবং তারা 'বেশি নিরাপদ' বিবেচনায় এই পদক্ষেপ নিয়েছে। তবে দুদক কর্মকর্তারা জানিয়েছেন, তারা ওই ব্যাখ্যা যাচাই করে দেখবেন এবং প্রেসিডেন্টের সঙ্গে আলোচনাও করবেন।

আজকের অভিযানে মূলত লক্ষ্য ছিল তৃতীয় বিভাগের কোয়ালিফাইং ইস্যু এবং বিসিবির গঠনতন্ত্র নিয়ে উত্থাপিত অভিযোগ। অভিযোগ রয়েছে, বোর্ডের বর্তমান গঠনতন্ত্রে কিছু অসামঞ্জস্য রয়েছে এবং কিছু সিদ্ধান্ত সঠিক নিয়ম মেনে নেওয়া হয়নি।

চার ঘণ্টার এই অভিযান শেষে দুদক কর্মকর্তারা জানান, তারা গুরুত্বপূর্ণ নথিপত্র সংগ্রহ করেছেন এবং তদন্তের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। একজন কর্মকর্তা বলেন, “আমরা চাই বিসিবি একটি স্বচ্ছ এবং জবাবদিহিতামূলক প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হোক। যারা পূর্বে অনিয়ম করেছেন, তাদের আইনের আওতায় আনার জন্যই আমরা কাজ করছি।”

এক মাসের ব্যবধানে বিসিবিতে দুদকের এটি দ্বিতীয় অভিযান, যা নিঃসন্দেহে দেশের ক্রিকেটের জন্য বিব্রতকর। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ক্রিকেটের ভাবমূর্তি এখন প্রশ্নের মুখে। তবে যদি প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়, তবে দেশের ক্রিকেটের আস্থা এবং স্বস্তি ফিরে আসবে।

সোহাগ/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ