সদ্য সংবাদ
৪০ রোহিঙ্গাকে আন্দামান সাগরে ফেলে দিল ভারত
-1200x800.jpg)
ভারত সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগ উঠেছে। দিল্লি থেকে আটক করা ৪০ জন রোহিঙ্গা শরণার্থীকে আন্দামান সাগরে লাইফ জ্যাকেট দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ প্রকাশ্যে এসেছে। একাধিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও সংবাদমাধ্যম এ ঘটনাটি তুলে ধরেছে।
৮ মে সন্ধ্যায় দিল্লিতে অবস্থানরত এক তরুণ রোহিঙ্গা তার মিয়ানমারস্থ বাবা-মায়ের কাছ থেকে একটি ফোনকল পান। কান্নাজড়িত কণ্ঠে তারা জানান, ভারতীয় নৌবাহিনীর একটি জাহাজ থেকে তাদেরকে সমুদ্রে নামিয়ে দেওয়া হয়েছে, শুধুমাত্র একটি লাইফ জ্যাকেট দিয়ে। সাঁতরে উপকূলে পৌঁছে তারা মিয়ানমারের এক জেলের মোবাইল ফোনে ছেলের সঙ্গে যোগাযোগ করেন।
এর দু'দিন আগেই দিল্লি পুলিশ ৪১ জন রোহিঙ্গাকে আটক করে। তারা সবাই জাতিসংঘ শরণার্থী সংস্থা (UNHCR)-এর নথিভুক্ত ছিল এবং তাদের বৈধ পরিচয়পত্রও ছিল। পুলিশ দাবি করেছিল, তাদের বায়োমেট্রিক তথ্য সংগ্রহের জন্য আটক করা হয়েছে। তবে পরে চোখ ও হাত বাঁধা অবস্থায় তাদের বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পোর্ট ব্লেয়ারে পাঠিয়ে একটি নৌজাহাজে তুলে দেওয়া হয়।
জাহাজে অবস্থানকালে রোহিঙ্গাদের ওপর নির্যাতন চালানো হয়। এমনকি তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হয় যে, তারা কাশ্মীরের পাহেলগাম হামলায় জড়িত এবং হিন্দুদের হত্যায় অংশ নিয়েছে। তবে এসব অভিযোগের পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি।
জাহাজে রোহিঙ্গাদের বলা হয়, "তোমরা চাইলে ইন্দোনেশিয়া যেতে পারো, তবে মিয়ানমারে ফিরতে হবে না।" কিন্তু বাস্তবে তাদের সমুদ্রে ফেলে দেওয়া হয়। ভাগ্যক্রমে তারা মিয়ানমারের ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট (NUG) নিয়ন্ত্রিত এক এলাকায় পৌঁছে যান। NUG-এর পক্ষ থেকে জানানো হয়েছে, পিপলস ডিফেন্স ফোর্স (PDF) এখন তাদের নিরাপত্তা ও মানবিক সহায়তা দিচ্ছে।
এ ঘটনায় দিল্লিতে থাকা রোহিঙ্গাদের পরিবারের পক্ষ থেকে ভারতের সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের করা হয়েছে। এতে তাদের ফেরত আনার পাশাপাশি এ ধরনের বিতাড়নের বিরুদ্ধে তদন্তের আহ্বান জানানো হয়েছে।
জাতিসংঘের বিশেষ প্রতিনিধি থমাস অ্যান্ড্রুজ এ ঘটনাকে "সম্পূর্ণ অগ্রহণযোগ্য" বলে অভিহিত করেছেন। ইতোমধ্যেই জাতিসংঘ বিষয়টি তদন্ত করছে।
পিপলস ইউনিয়ন ফর সিভিল লিবার্টিজ (PUCL) জানিয়েছে, ভারতের এই পদক্ষেপ আন্তর্জাতিক মানবাধিকার আইন এবং শরণার্থী আশ্রয় সংক্রান্ত নীতিমালা লঙ্ঘন করেছে। শরণার্থীদের জোরপূর্বক বিতাড়নকে PUCL মানবিকতার চরম লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছে।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- পায়খানার রাস্তার লোম কাটা জায়েজ কিনা: ইসলাম কী বলে
- বাংলাদেশকে ঘিরে ইরানের পরোক্ষ বার্তা
- সহবাস শেষে বীর্য বাহিরে ফেললে কি গুনাহ হবে
- বাস্তব সহবাসের দৃশ্য! বাংলা ১০ সিনেমায় না দেখলে চরম মিস
- দেশে জ্বালানি তেলের দাম নির্ধারণ
- কোন রক্তের গ্রুপে গরম বা শীত বেশি লাগে
- আবারও কমে গেল সোনার দাম
- অবশেষে ভারতীয় ভিসা নিয়ে এলো বড় সুখবর!
- মৃত্যুর আগে মানুষ যে স্বপ্নগুলো বারবার দেখে — কী বার্তা দেয় এই দৃশ্যগুলো
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বিকট শব্দ হতে পারে, আতঙ্ক নয় সতর্ক থাকার পরামর্শ
- নিষেধাজ্ঞার ঝুঁকিতে বাংলাদেশ!
- অবশেষে ভারতের পক্ষ থেকে বাংলাদেশকে ইতিবাচক বার্তা
- দু’দিনেই বড় পতন স্বর্ণের দামে, বিশ্ববাজারে ধস
- ইরানের জন্য দুঃসংবাদ
- ইসরাইলি ৭৮৯ সেনা পরপারে