সদ্য সংবাদ
হাসিনাকে কিভাবে দেশে ফেরানো সম্ভব জানালেন দুদক

নিজস্ব প্রতিবেদক: শেখ হাসিনার ভাগ্নি ও ব্রিটিশ সাবেক সংসদ সদস্য টিউলিপ সিদ্দিককে দেশে ফেরানোর জন্য আন্তর্জাতিক সহযোগিতা নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বুধবার (১৪ মে) দুদক কার্যালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, “ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি, ইন্টারপোল রেড নোটিশ এবং অন্যান্য আন্তর্জাতিক আইনি প্রক্রিয়া ব্যবহার করে শেখ হাসিনাকে দেশে আনা সম্ভব। আমরা ইতোমধ্যে প্রক্রিয়া শুরু করেছি।”
৮ মে দায়ের করা এক দুর্নীতির মামলায় অভিযোগ আনা হয় যে, টিউলিপ সিদ্দিক ইস্টার্ন হাউজিং লিমিটেড থেকে ঘুষ হিসেবে একটি অ্যাপার্টমেন্ট গ্রহণ করেছেন। এ সংক্রান্ত অভিযোগ তদন্তে দুদক তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল।
তবে ১৪ মে সকাল ১০টায় হাজির হওয়ার জন্য নোটিশ পাঠানো হলেও, টিউলিপ বা তার কোনো প্রতিনিধি দুদকে উপস্থিত হননি। এতে তিনি আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারিয়েছেন বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান।
ড. মোমেন বলেন, “আমরা তাকে যথাযথভাবে নোটিশ দিয়েছিলাম। তিনি উপস্থিত না হয়ে আইনি প্রক্রিয়াকে অগ্রাহ্য করেছেন। এখন আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক চ্যানেলের মাধ্যমেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”
ব্রিটিশ নাগরিকত্ব থাকা এবং যুক্তরাজ্যের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত একজন সাবেক এমপিকে দেশে ফেরানো সহজ কাজ নয়। তবে আইনি সহযোগিতা চুক্তি (MLA), ইন্টারপোল রিকোয়েস্ট, এবং কূটনৈতিক আলোচনা মিলিয়ে এ বিষয়ে কাজ করছে দুদক ও সংশ্লিষ্ট সংস্থাগুলো।
বিশ্লেষকদের মতে, বিষয়টি এখন শুধুই আইনি নয়—এতে রাজনৈতিক ও আন্তর্জাতিক কূটনৈতিক মাত্রাও যুক্ত হয়েছে।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- সরকারি চাকরিজীবীদের সর্বোচ্চ এবং সর্বনিম্ন কত টাকা বেতন বাড়লো
- বিএনপির দুইটি বিষয়ে সম্মতি মিললেই ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন সম্ভব
- অবশেষে বাংলাদেশীদের জন্য ভিসা পুনরায় চালু
- হঠাৎ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য জরুরি নির্দেশনা
- সয়াবিন তেলের দাম কমে তিন বছরের মধ্যে সর্বনিম্ন
- দেশের বাজারে আজ ১৮, ২১, ২২ ক্যারেট সোনার দাম
- পাসপোর্ট মিলবে না এই তিন শ্রেণির ব্যক্তিকে
- বাংলাদেশের বাজারে আজ ১ ভরি সোনার দাম
- তেহরান খালি করার ডাক দিলেন ট্রাম্প, উঠছে নানা প্রশ্ন
- বাংলাদেশে বৃষ্টির আমেজ: দীর্ঘ তাপপ্রবাহ শেষে স্বস্তির বার্তা
- বয়স্ক, বিধবা, প্রতিবন্ধীসহ সব ভাতা বাড়ছে
- বিএনপির মনোনয়ন পেতে তিনটি প্রধান যোগ্যতা অপরিহার্য
- কালো জাদু: বাস্তব নাকি ভ্রম!
- বাংলাদেশে আজ ১৮, ২১, ২২ ক্যারেট সোনার দাম
- সরকারি কর্মচারীদের বেতনের ৫০ শতাংশ মহার্ঘ ভাতা