সদ্য সংবাদ
ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত, ট্রাম্প বললেন: ‘সমাধান আমার হাতেই ছিল’

নিজস্ব প্রতিবেদক; দীর্ঘ কয়েকদিনের রক্তক্ষয়ী সংঘর্ষ আর প্রাণহানির পর অবশেষে শান্তির পথে এক ধাপ এগোল ভারত ও পাকিস্তান। পারমাণবিক শক্তিধর এই দুই প্রতিবেশী রাষ্ট্র সীমান্তে টানা হামলা-পাল্টা হামলার পর সম্পূর্ণ যুদ্ধবিরতিতে পৌঁছেছে।
এই ঐতিহাসিক সমঝোতার পেছনে যুক্তরাষ্ট্রের সক্রিয় ভূমিকা ছিল বলে দাবি করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বাংলাদেশ সময় শনিবার সন্ধ্যা ৬টায় নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম Truth Social-এ দেওয়া এক বার্তায় ট্রাম্প লেখেন—“দীর্ঘ আলোচনার পর আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, ভারত ও পাকিস্তান একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।”
তিনি আরও বলেন, “এই সিদ্ধান্তে পৌঁছানোর জন্য দুই দেশকেই সাধুবাদ জানাই। তারা বিচক্ষণতা ও সাধারণ বুদ্ধির পরিচয় দিয়েছে।”
কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম *আলজাজিরা* এই খবর নিশ্চিত করেছে।
বিশ্ব বিশ্লেষকরা মনে করছেন, এই সমঝোতার ফলে দক্ষিণ এশিয়ায় ক্রমবর্ধমান উত্তেজনার কিছুটা হলেও প্রশমন ঘটবে।
আয়শা সিদ্দিকা/