সদ্য সংবাদ
স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ নিয়ে গুজব: বাস্তবতা কী

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া “স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী পদত্যাগ করেছেন” — এই শিরোনামে একটি সংবাদ নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা। তবে রিউমর স্ক্যানার টিম এই খবরকে মিথ্যা ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে।
তাদের অনুসন্ধানে জানা যায়, এই গুজবের সূত্রপাত একটি ব্লগস্পট-ভিত্তিক অবিশ্বস্ত ওয়েবসাইটে। সেখানে ৩ মে একটি তথাকথিত ‘ব্রেকিং নিউজ’ প্রতিবেদনে দাবি করা হয় যে, এক প্রেস ব্রিফিংয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী নাকি পদত্যাগের ঘোষণা দিয়েছেন। কিন্তু খবরটির সাথে কোনো প্রমাণ বা নির্ভরযোগ্য সূত্র উল্লেখ করা হয়নি। উল্লেখযোগ্য বিষয়, দেশের প্রধান গণমাধ্যমগুলোতেও এই বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
উল্টো, ৪ মে জাতীয় দৈনিক সংগ্রাম-এ প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, কোরবানির ঈদ সামনে রেখে চামড়ার ন্যায্য মূল্য নির্ধারণে গঠিত একটি উচ্চ পর্যায়ের কমিটিতে জাহাঙ্গীর আলম চৌধুরী সক্রিয় সদস্য হিসেবে রয়েছেন এবং তিনি কমিটির বৈঠকেও অংশ নিয়েছেন। সেই কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস। এটি স্পষ্টভাবে প্রমাণ করে যে তিনি এখনও তার পদে বহাল রয়েছেন।
রিউমর স্ক্যানার আরও জানিয়েছে, এ ধরনের গুজব ছড়ানোর পেছনে কিছু স্বার্থান্বেষী মহলের হাত রয়েছে, যারা গত সেপ্টেম্বর থেকেই বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য প্রচার করে আসছে। এসবের উদ্দেশ্য হলো জনমনে অস্থিরতা সৃষ্টি করা।
আশা/