সদ্য সংবাদ
ভারতের চার যুদ্ধবিমানকে ধাওয়া করল পাকিস্তান

নিজস্ব প্রতিবেদক: কাশ্মিরের নিয়ন্ত্রণরেখা (এলওসি) ঘিরে ফের চরম উত্তেজনা তৈরি হয়েছে ভারত-পাকিস্তান সীমান্তে। মঙ্গলবার রাতে ভারতের চারটি রাফাল যুদ্ধবিমান এলওসি সংলগ্ন আকাশে টহল শুরু করলে সতর্ক প্রতিক্রিয়ায় দ্রুত সাড়া দেয় পাকিস্তান বিমানবাহিনী।
পাকিস্তানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম পিটিভি নিউজ জানায়, যুদ্ধবিমানগুলো নিয়ন্ত্রণরেখা অতিক্রম না করলেও তা অদূরবর্তী আকাশে সন্দেহজনক গতিবিধি চালাচ্ছিল। পাকিস্তান বিমানবাহিনী দ্রুত যুদ্ধ প্রস্তুতি নেয় এবং আকাশে নিজেদের উপস্থিতি জোরালো করে তোলে। এর ফলে ভারতীয় যুদ্ধবিমানগুলো ওই এলাকা ত্যাগ করতে বাধ্য হয় বলে দাবি করা হয়েছে।
এর কিছু সময় আগেই পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার গণমাধ্যমকে জানান, গোয়েন্দা তথ্য অনুসারে, আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে ভারত সীমান্তে কোনো ধরনের সামরিক পদক্ষেপ নিতে পারে বলে আশঙ্কা রয়েছে।
সাম্প্রতিক পেহেলগাম সন্ত্রাসী হামলার পর থেকেই ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনার পারদ বাড়ছে। রাজনৈতিক নেতাদের পাল্টাপাল্টি বক্তব্য, সামরিক হুমকি ও আক্রমণাত্মক অবস্থান পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
দুই দেশের মধ্যকার বৈরী সম্পর্ক দীর্ঘদিনের। তবে বর্তমান পরিস্থিতিতে সীমান্তজুড়ে নিরাপত্তা জোরদার এবং উভয় পক্ষের সামরিক তৎপরতা অনেকগুণ বেড়েছে, যা সংঘর্ষের আশঙ্কা বাড়িয়ে তুলছে।
–সোহাগ/