ঢাকা, শনিবার, ১৬ আগস্ট ২০২৫, ১ ভাদ্র ১৪৩২

পুলিশকে প্রধান উপদেষ্টার কঠোর বার্তা: “নির্বাচন হোক নিরপেক্ষ ও শান্তিপূর্ণ”

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ এপ্রিল ২৯ ১৪:৪৪:০৯
পুলিশকে প্রধান উপদেষ্টার কঠোর বার্তা: “নির্বাচন হোক নিরপেক্ষ ও শান্তিপূর্ণ”

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং একটি অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে পুলিশ বাহিনীর প্রতি কড়া বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি স্পষ্টভাবে জানান, ডিসেম্বর ২০২৪ থেকে জুন ২০২৫ এর মধ্যে এই নির্বাচন অনুষ্ঠিত হবে, এবং এটিকে সুষ্ঠুভাবে সম্পন্ন করাই এখন পুলিশের অগ্রাধিকারমূলক দায়িত্ব।

প্রধান উপদেষ্টা বলেন, "ভোটারদের যেন কোনো ভয় বা বাধা ছাড়াই ভোট দেওয়ার সুযোগ থাকে—এই পরিবেশ তৈরি করা পুলিশের দায়িত্ব। এই নির্বাচনের মধ্য দিয়েই প্রমাণ করতে হবে যে, পুলিশ কখনোই আর কোনো রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার হবে না।"

তিনি অতীতের উদাহরণ টেনে বলেন, স্বৈরশাসনের সময় পুলিশের ওপর রাজনৈতিক চাপ ছিল, যা তাদের সাধারণ জনগণ থেকে বিচ্ছিন্ন করে দেয়। সেই আস্থা পুনঃস্থাপনের জন্য এখন পুলিশের প্রতিটি সদস্যকে ‘জনগণের বন্ধু’ হয়ে কাজ করতে হবে।

নারী ও শিশুর নিরাপত্তার বিষয়েও পুলিশকে সংবেদনশীল হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, "নারীরা যেন কোনো ধরনের হয়রানির শিকার হলে সরাসরি ও নিশ্চিন্তে পুলিশের সহায়তা পান—এটাই হবে প্রকৃত উন্নয়নের প্রতিচ্ছবি।"

তিনি আরও জানান, পুলিশের মনোবল বৃদ্ধিতে সরকার নানা উদ্যোগ নিয়েছে এবং মাঠপর্যায়ের সদস্যদের জন্য কল্যাণমূলক পদক্ষেপ দ্রুত বাস্তবায়ন করা হচ্ছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ