ঢাকা, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ৬ আষাঢ় ১৪৩২

অবৈধ অর্থ উপার্জনের অভিযোগে বিতর্কে তানভীর, পিনাকী ও রাশেদ মুখ খুললেন সার্জিস আলম

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ এপ্রিল ২৮ ২১:৫৯:০৯
অবৈধ অর্থ উপার্জনের অভিযোগে বিতর্কে তানভীর, পিনাকী ও রাশেদ মুখ খুললেন সার্জিস আলম

জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব গাজী সালাহউদ্দিন তানভীরকে দলের পক্ষ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে অবৈধ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের ভিত্তিতে। ২১ এপ্রিল, দলটির যুগ্ম সদস্য সচিব সালাহউদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়। এ ঘটনার পরপরই দলটির মুখ্য সংগঠক সার্জিস আলমের বিরুদ্ধেও নানা অভিযোগ ওঠে। প্রথমবারের মতো এসব বিষয়ে মুখ খুলেছেন সার্জিস।

২০২১ সালের জুলাই-আগস্টে, দেশে ছাত্র-জনতার আন্দোলনে নেতৃত্ব দিয়ে পরিচিত হন নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম ও আসিফ মাহমুদসহ একদল তরুণ নেতা। এরপর ৫ আগস্ট, ড. মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারে তারা গুরুত্বপূর্ণ দায়িত্বও গ্রহণ করেন। তবে সময়ের সঙ্গে সঙ্গে এই নেতাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠে, যা তাদের ভাবমূর্তি প্রশ্নের মুখে ফেলে।

জাতীয় নাগরিক পার্টির শুরুর সময় থেকেই একাধিক নেতার বিরুদ্ধে অবৈধ অর্থ উপার্জনের অভিযোগ উঠে। সর্বশেষ ২১ এপ্রিল গাজী সালাহউদ্দিন তানভীরকে এসব অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়। এর পর সবচেয়ে বেশি আলোচনায় আসেন সার্জিস আলম, যার বিরুদ্ধে নিজ এলাকায় বড় গাড়ি শোভাযাত্রা এবং বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে।

২৭ এপ্রিল নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সার্জিস আলম জানান, তিনি কোনো অবৈধ লেনদেনে জড়িত নন এবং কোনো অনৈতিক সুপারিশও গ্রহণ করেননি। তিনি বলেন, গত আট-নয় মাসে অনেক প্রতিপক্ষ তৈরি হয়েছে, যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা প্রচারণা চালাচ্ছে। তার ভাষায়, “ভবিষ্যতে আরও অপপ্রচার চালানো হতে পারে।”

সার্জিস বলেন, “দুঃখজনক বিষয় হলো, কেউ কিছু লিখলেই মানুষ তা সত্য ধরে নিয়ে বিচার শুরু করে। অথচ অভিযুক্ত হওয়া মানেই দোষী হওয়া নয়।” তিনি তথ্য যাচাইয়ের গুরুত্বের ওপর জোর দেন।

তানভীরের বিষয়ে সার্জিস বলেন, পার্টির অভ্যুত্থানের সময় তাদের পরিচয় হয়। তানভীরের সঙ্গে তার সম্পর্ক অন্যান্য নেতাদের মতোই। তিনি জানান, কেউ যদি ব্যক্তিগত সম্পর্ক কাজে লাগিয়ে অনৈতিক কিছু করে, তবে তদন্তের মাধ্যমে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।

পিনাকির বক্তব্য তাকে কষ্ট দিয়েছে উল্লেখ করে সার্জিস বলেন, “তরুণ নেতৃত্বকে ভাঙার চেষ্টা হচ্ছে। এসব অপপ্রচার ভবিষ্যতেও চলবে।” তবে তিনি আশা করেন, পিনাকি তরুণদের ঐক্যবদ্ধ করতে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।

ছাত্রলীগের সঙ্গে ছাত্রজীবনে যুক্ত থাকলেও সার্জিস জানান, বিবেক ও আত্মমর্যাদার পথেই তিনি আজকের অবস্থানে পৌঁছেছেন। তার মতে, ছাত্রজীবনের অভিজ্ঞতাই তাকে পথ দেখিয়েছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ