ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২

পাকিস্তানি নাগরিকদের ভারত ছাড়ার নির্দেশ

বিশ্ব ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ এপ্রিল ২৪ ১০:২৩:২৯
পাকিস্তানি নাগরিকদের ভারত ছাড়ার নির্দেশ

জম্মু-কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পরদিনই নয়াদিল্লি ভারতস্থিত পাকিস্তানি নাগরিকদের নিজ দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে। বুধবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটি (সিসিএস) এই সিদ্ধান্ত গ্রহণ করে।

ভারতের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, হামলার ঘটনার জেরে কেন্দ্রীয় সরকার পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কড়া পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে অন্যতম হলো—দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) ভিসা ছাড় প্রকল্প বাতিল করা। এখন থেকে পাকিস্তানি নাগরিকরা ওই বিশেষ ছাড়ে আর ভারতে প্রবেশ করতে পারবেন না।

সার্ক ভিসায় বর্তমানে ভারতে অবস্থানরত পাকিস্তানিদের ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠক শেষে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি জানান, পেহেলগামে হামলা নিয়ে নিরাপত্তা কমিটিকে বিস্তারিতভাবে অবহিত করা হয়েছে। সেখানে সীমান্ত সংক্রান্ত বিভিন্ন ইস্যু নিয়েও আলোচনা হয়েছে।

তিনি আরও বলেন, জম্মু ও কাশ্মিরে সদ্যসমাপ্ত লোকসভা ও বিধানসভা নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতির প্রেক্ষাপটে এমন একটি হামলা অত্যন্ত দুঃখজনক। এই ঘটনার জেরে কেন্দ্র সরকার পাকিস্তানিদের বিশেষ ভিসা বাতিল, নতুন ভিসা ইস্যু বন্ধ, সিন্ধু পানি চুক্তি পুনর্বিবেচনা এবং ইসলামাবাদ থেকে সামরিক উপদেষ্টাদের প্রত্যাহারসহ বেশ কিছু কঠোর পদক্ষেপ নিয়েছে।

সিসিএস বৈঠকে বৈশ্বিক মহলে ভারতের প্রতি যে সমর্থন ও সংহতির বার্তা এসেছে, তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। পররাষ্ট্র সচিব বলেন, এসব বার্তা আন্তর্জাতিক অঙ্গনে সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিরই প্রতিফলন।

তিনি আরও জানান, পূর্বে পাকিস্তানিদের দেওয়া সার্ক ভিসাগুলোর বৈধতা বাতিল করা হয়েছে এবং ৪৮ ঘণ্টার মধ্যে তাদের ভারত ত্যাগ করতে হবে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ