সদ্য সংবাদ
বাতিল হতে পারে শেখ হাসিনার সম্মানসূচক ডক্টরেট
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি বাতিলের বিষয়টি পুনর্বিবেচনা করছে অস্ট্রেলিয়ার অন্যতম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি (ANU)। ১৯৯৯ সালে শেখ হাসিনাকে আইন বিষয়ে এই সম্মাননা দেওয়া হয়েছিল।
সম্প্রতি শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা, গুম এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ সামনে আসার পর বিশ্ববিদ্যালয়টি ডিগ্রিটি বহাল রাখা হবে কি না, সে বিষয়ে নতুন করে ভাবনা-চিন্তা শুরু করেছে। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ক্যানবেরা টাইমস-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি গভীরভাবে পর্যালোচনা করছে।
বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে ডিগ্রি বাতিলের নিয়মনীতি খতিয়ে দেখা হচ্ছে। তারা বলছে, প্রতিষ্ঠানের ইতিহাসে এ ধরনের সিদ্ধান্ত খুবই বিরল, তাই যথেষ্ট সতর্কতার সঙ্গে পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এই আলোচনা এমন এক সময়ে শুরু হয়েছে, যখন বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন শেখ হাসিনার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এর আগে, ২০২৪ সালের অক্টোবরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তোলে।
জানা গেছে, ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা ক্ষমতা ছাড়তে বাধ্য হন এবং পরে ভারতে গিয়ে আত্মগোপনে চলে যান। আন্দোলন দমনে সেনাবাহিনী ব্যবহার করে সহিংস অভিযানে অংশ নেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে, যেখানে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার তথ্য মতে, এক হাজারেরও বেশি মানুষ নিহত হন।
মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ জানায়, সেনাবাহিনীকে ‘দেখামাত্র গুলি’ করার আদেশ দেওয়া হয়েছিল, যা কারফিউ কার্যকর করার অংশ হিসেবে প্রয়োগ করা হয়। সংস্থাটির এশিয়া অঞ্চলের উপ-পরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেন, শেখ হাসিনার উচিত তাঁর বাহিনী দিয়ে শিক্ষার্থী ও সাধারণ বিক্ষোভকারীদের ওপর সহিংসতা বন্ধ করা।
এদিকে বাংলাদেশ পুলিশ ইন্টারপোলের কাছে শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন করেছে, যাতে তাঁকে আন্তর্জাতিকভাবে খুঁজে বের করে দেশে ফিরিয়ে আনা যায়।
বর্তমানে শেখ হাসিনা ভারতের একটি অজ্ঞাতস্থানে আত্মগোপনে রয়েছেন বলে সূত্রে জানা গেছে।
মাসুদ/
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- নবম পে-স্কেল: ২০ গ্রেড কমে ১৩ গ্রেড, সর্বোচ্চ বেতন ১.২৮ লাখ
- নবম জাতীয় পে স্কেল: গ্রেড কমছে, বেতন বাড়ছে দ্বিগুণ
- নতুন পে স্কেল: ১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর
- আবারও প্রার্থী পরিবর্তন করল বিএনপি: দেখে নিন চুড়ান্ত তালিকা
- বিএনপির চূড়ান্ত মনোনয়নে বড় পরিবর্তন: নতুন এলেন যারা-বাদ পড়লেন যারা
- নতুন মহার্ঘ ভাতা: কার বেতন কত হবে? যা জানাল অর্থ মন্ত্রণালয়
- ভয়াবহ ভূমিকম্প: জানুন কত মাত্রার-উৎপত্তি কোথায়?
- ৬.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: জানুন উৎপত্তি স্থল-ক্ষয়ক্ষতির পরিমাণ
- বিএনপির হাইকমান্ডের নির্দেশে আবারও পরিবর্তন প্রার্থী তালিকা
- নবম জাতীয় পে স্কেল ২০২৬: যত টাকা বেতন পাবে সরকারি চাকরিজীবিরা
- প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত? জানুন সর্বশেষ তথ্য
- খালেদা জিয়ার জানাজা কোথায়-কখন জানালেন সালাহউদ্দিন আহমদ
- ১২ ফেব্রুয়ারির নির্বাচন: বিএনপির প্রার্থী তালিকায় শেষ মুহূর্তে বড় রদবদল, দেখে নিন তালিকা
- আপডেট খবর: নির্বাচনের নতুন তারিখ ঘোষণা
- শেষ মুহূর্তে বিএনপির ১৫ আসনে প্রার্থী পরিবর্তন, দেখুন নতুন তালিকা