ঢাকা, রবিবার, ৬ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২

বিয়ের আসরে কনে নয়, শাশুড়ি! ঘোমটা তুলে দেখা গেল চমকপ্রদ চেহারা

বিশ্ব ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ এপ্রিল ২০ ১০:৪৯:০৮
বিয়ের আসরে কনে নয়, শাশুড়ি! ঘোমটা তুলে দেখা গেল চমকপ্রদ চেহারা

নিজস্ব প্রতিবেদন: জাঁকজমকপূর্ণ বিয়ের আসর, সুরেলা বাদ্য-বাজনা, ফুলেল সাজে সেজেছে মঞ্চ—সবকিছু ঠিকঠাকই চলছিল। ২২ বছরের মো. আজিম আত্মবিশ্বাসে ভরপুর হয়ে বর সেজে মঞ্চে উঠলেন। হাসিখুশি মুখে বরের পাশে বসার অপেক্ষায় ‘কনে’। কিন্তু কে জানত, এই স্বপ্নময় মঞ্চেই হঠাৎ শুরু হবে এক বাস্তব সিনেমার দৃশ্য?

ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশের মিরাটে। আজিমের বিয়ে ঠিক হয়েছিল ২১ বছরের মানতাশার সঙ্গে। ভাই নাদিমের মাধ্যমে দুই পরিবারের মধ্যে কথাবার্তা হয়ে সবকিছু চূড়ান্ত হয়। দিন-তারিখ পড়ে ৩১ মার্চ। সেদিন ছিল সেই কাঙ্ক্ষিত শুভক্ষণ।

কিন্তু নাটক শুরু হয় ঠিক বরমালার সময়। পুরোহিত/কাজী যখন কনের নাম উচ্চারণ করলেন, আজিম আঁতকে উঠলেন! "এটা তো পাত্রী নয়, কার নাম বললেন?" — বিস্মিত আজিম চোখ মেলে চেয়ে দেখেন, ঘোমটার আড়ালে তার হবু স্ত্রী নয়, বরং বসে আছেন—স্ত্রী-প্রার্থী শাশুড়ি নিজেই!

হ্যাঁ, ঠিকই পড়ছেন। মঞ্চে কনের সাজে বসে ছিলেন মানতাশার মা! পুরোপুরি বউয়ের সাজে, গা ভর্তি গয়না, লাজুক ভঙ্গিতে। কিন্তু গোপন রহস্য বেশি সময় গোপন থাকেনি।

ঘটনার আকস্মিকতায় বিয়ের আসর মুহূর্তেই রূপ নেয় নাট্য মঞ্চে। শুরু হয় তুমুল হট্টগোল। আজিম দ্ব্যর্থহীন কণ্ঠে জানিয়ে দেন, “এই বিয়ে আমি করব না!” দুই পরিবারের মধ্যে শুরু হয় ঝগড়া, দোষারোপ আর উত্তেজনা। কিছুক্ষণ পর, সবাইকে অবাক করে দিয়ে বর আজিম বিয়ের আসর থেকেই সোজা বেরিয়ে যায়—একেবারে পালিয়ে!

এক সপ্তাহ পর আজিম থানায় গিয়ে প্রতারণার অভিযোগ দায়ের করেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি গুরুত্ব সহকারে নেওয়া হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে।

এই ঘটনায় এলাকায় রীতিমতো তোলপাড়! প্রশ্ন উঠেছে—কি এমন ঘটেছিল, যা একজন মা’কে নিজ মেয়ের বদলে বর বিয়ের মঞ্চে বসতে বাধ্য করল? ভবিষ্যতে এ ঘটনার চলচ্চিত্র বা নাটক হিসেবে পর্দায় দেখা গেলে অবাক হবেন না কেউই।

সিদ্দিকা/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ