সদ্য সংবাদ
বজ্রপাতে ৩ কৃষকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় মর্মান্তিক বজ্রপাতের ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনজন কৃষক। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন আরও একজন।
মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার রসুলপুর, কৃষ্ণপুর ও হায়াতপুর গ্রামের হাওরাঞ্চলে পৃথক বজ্রপাতের ঘটনায় এসব হতাহতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন—
- রসুলপুর গ্রামের নিজাম উদ্দিন (৩২), - কৃষ্ণপুর গ্রামের কবির মিয়া (৪৫), - এবং হায়াতপুরের রাখাল সরকার (৬৬)।
আহত হয়েছেন রসুলপুরের রানু মিয়া (৪৫), যিনি গুরুতর অবস্থায় চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে খড় শুকাতে দিয়ে তা ঘরে তুলছিলেন নিজাম উদ্দিন। ঠিক সে সময় আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। পাশেই ছিলেন রানু মিয়া, তিনিও বজ্রাঘাতে আহত হন এবং তাকে দ্রুত হাসপাতালে নেয়া হয়।
একই সময় কৃষ্ণপুর গ্রামের কৃষক কবির মিয়া ছিলেন হাওরে জমিতে। বজ্রপাতের শিকার হয়ে গুরুতর আহত হন তিনি। সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
অন্যদিকে হায়াতপুর গ্রামের রাখাল সরকার বিকেলে গরু আনতে হাওরে যান। দুর্যোগপূর্ণ আকাশের মধ্যে আকস্মিক বজ্রপাতেই তার জীবন শেষ হয়ে যায় ঘটনাস্থলেই।
বজ্রপাতের এই ভয়াবহ ঘটনায় তিনটি গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। পরিবারগুলো হারিয়েছে তাদের প্রধান উপার্জনক্ষম ব্যক্তিকে।
খালিয়াজুরী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উজ্জ্বল হোসেন জানিয়েছেন, নিহতদের পরিবারকে প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেওয়া হবে।
এই ঘটনায় এলাকাবাসীর মধ্যেও দেখা দিয়েছে আতঙ্ক ও উদ্বেগ। বিশেষ করে হাওরাঞ্চলের কৃষকেরা এমন দুর্যোগের মুখে চরম ঝুঁকিতে রয়েছেন।
— সোহাগ/
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- নবম পে-স্কেল: ২০ গ্রেড কমে ১৩ গ্রেড, সর্বোচ্চ বেতন ১.২৮ লাখ
- নবম জাতীয় পে স্কেল: গ্রেড কমছে, বেতন বাড়ছে দ্বিগুণ
- নতুন পে স্কেল: ১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর
- আবারও প্রার্থী পরিবর্তন করল বিএনপি: দেখে নিন চুড়ান্ত তালিকা
- বিএনপির চূড়ান্ত মনোনয়নে বড় পরিবর্তন: নতুন এলেন যারা-বাদ পড়লেন যারা
- নতুন মহার্ঘ ভাতা: কার বেতন কত হবে? যা জানাল অর্থ মন্ত্রণালয়
- ভয়াবহ ভূমিকম্প: জানুন কত মাত্রার-উৎপত্তি কোথায়?
- ৬.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: জানুন উৎপত্তি স্থল-ক্ষয়ক্ষতির পরিমাণ
- বিএনপির হাইকমান্ডের নির্দেশে আবারও পরিবর্তন প্রার্থী তালিকা
- নবম জাতীয় পে স্কেল ২০২৬: যত টাকা বেতন পাবে সরকারি চাকরিজীবিরা
- প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত? জানুন সর্বশেষ তথ্য
- খালেদা জিয়ার জানাজা কোথায়-কখন জানালেন সালাহউদ্দিন আহমদ
- ১২ ফেব্রুয়ারির নির্বাচন: বিএনপির প্রার্থী তালিকায় শেষ মুহূর্তে বড় রদবদল, দেখে নিন তালিকা
- আপডেট খবর: নির্বাচনের নতুন তারিখ ঘোষণা
- শেষ মুহূর্তে বিএনপির ১৫ আসনে প্রার্থী পরিবর্তন, দেখুন নতুন তালিকা