সদ্য সংবাদ
ভাইরাল খাট নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল পুলিশ

নিজস্ব প্রতিবেদক: কিছুদিন আগে সামাজিক মাধ্যমে একটি ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয়, যেখানে দেখা যাচ্ছে একজন ব্যক্তি বিছানার মাঝখানে বসে আছেন এবং তোষক, চাদর, বালিশসহ পুরো খাটটি চলতে থাকে, যেন এটি একটি গাড়ি।
কিন্তু, আসলেই এটি একটি চলমান বিছানা বা চলমান খাট-গাড়ি।
পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বাসিন্দা নবাব শেখ প্রায় দেড় বছরের কঠোর পরিশ্রমে এই অভিনব খাট-গাড়িটি তৈরি করেছেন। ঈদের দিন, তিনি কিছুটা পরীক্ষা-নিরীক্ষা করার জন্য তার এই অদ্ভুত গাড়ি নিয়ে বেরিয়েছিলেন।
দ্রুতই ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ল এবং অনেক মানুষ এই চলমান বিছানা দেখতে ছুটে আসতে থাকেন।
তবে এখন নবাব শেখের মন খুবই খারাপ, কারণ তার এই বিশেষ গাড়িটি মুর্শিদাবাদের ডোমকল থানার পুলিশ জব্দ করে নিয়েছে।
মোটর ভেহিকলস আইন অনুযায়ী, কোনো গাড়িকে এইভাবে বদলে চালানোর অনুমতি ছিল না নবাব শেখের। এর ফলে এখন তাকে আইনি সমস্যার মুখোমুখি হতে হচ্ছে।
—রাকিব/