সদ্য সংবাদ
চাকরিচূতির সংবাদ উপস্থাপিকার মন্তব্য নিয়ে যা বললেন হাসনাত আব্দুল্লাহ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় শিশু আছিয়া বেগমের জানাজায় অংশ নিয়েছিলেন জাতীয় নাগরিক পার্টির দুই নেতা, হাসনাত আব্দুল্লাহ এবং সারজিস সালম। তাদের জানাজায় উপস্থিতির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। ভিডিওতে দেখা যায়, ওই দুই নেতাকে উদ্দেশ্য করে এক টেলিভিশন উপস্থাপিকা সরাসরি সম্প্রচারের সময় অশোভন মন্তব্য করছেন। এর পরই সংশ্লিষ্ট সংবাদকর্মীসহ তিনজনকে চাকরিচূত করা হয়। এবার, ওই সাংবাদিকদের চাকরিচূতির বিষয়ে মন্তব্য করেছেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ।
শিশু আছিয়া বেগম ধর্ষণের শিকার হয়ে বেঁচে থাকার জন্য লড়াই করেও শেষ পর্যন্ত মারা যান। তার মৃত্যুর খবর সারাদেশে শোকের ছায়া নেমে আসে। সমাজের বিভিন্ন স্তরের মানুষ তার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে জানাজায় অংশ নেন। জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহ এবং সারজিস সালমও জানাজায় উপস্থিত ছিলেন। তবে এই শোকাবহ মুহূর্তে ঘটে যায় একটি অপ্রত্যাশিত ঘটনা।
জানাজার সরাসরি সম্প্রচারের সময়, এক টেলিভিশন উপস্থাপিকা হাসনাত আব্দুল্লাহ ও সারজিস সালমকে উদ্দেশ্য করে অশোভন মন্তব্য করেন। মুহূর্তেই সেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা নিয়ে তীব্র বিতর্ক সৃষ্টি হয়। এই ঘটনার পর সংবাদকর্মীসহ তিনজনকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।
এই সাংবাদিকদের চাকরিচূতির ঘটনায় আপত্তি জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। তিনি শুক্রবার রাতে ফেসবুকে একটি পোস্টে সাংবাদিকদের চাকরি ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান। পোস্টে তিনি বলেন, "আমরা আন্দোলন করেছি স্বাধীনভাবে মত প্রকাশের জন্য, এবং সেই স্বাধীনতারই একটি অংশ হলো গালি দেওয়া। আমরা শুধু মত প্রকাশ নয়, দ্বিমত প্রকাশের স্বাধীনতাও রক্ষা করতে চাই।"
হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, "গালি দেওয়ার কারণে সাংবাদিকদের বরখাস্ত করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। রাজনীতিবিদদের স্বাধীনভাবে সমালোচনা করার অধিকার রক্ষা করতেই আমরা আন্দোলন করেছি, এবং এখনও করছি। আমাদের লক্ষ্য একটি স্বাধীন বাংলাদেশ, যেখানে সবাই রাজনীতিবিদদের সমালোচনা করতে পারবে, তবে সেটি গঠনমূলক হতে হবে।"
তিনি আরও বলেন, "মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় আমরা বদ্ধপরিকর। আমার বিরুদ্ধে হলেও, আমি সবসময় সাংবাদিকদের স্বাধীনতার পক্ষে। গণমাধ্যমের স্বাধীনতা এবং প্রতিবাদের সুরক্ষা নিশ্চিত করতে আমরা দৃঢ়ভাবে সমর্থন জানাই।"
শিহাব/