ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

বাংলাদেশ-ভারত ম্যাচের পর ৩ জন আটক

ক্রিকেট ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ ফেব্রুয়ারি ২২ ১০:৫৩:০৮
বাংলাদেশ-ভারত ম্যাচের পর ৩ জন আটক

চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতেই ভারতে ফের সক্রিয় হয়ে উঠেছে ক্রিকেট বেটিং চক্র। সম্প্রতি বাংলাদেশ-ভারত ম্যাচে বেটিংয়ের সময় তিনজনকে হাতেনাতে গ্রেফতার করেছে গোয়া পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার পানাজির কাছাকাছি পিলেরনে গ্রামের একটি বাড়িতে অভিযান চালায় পুলিশ। সেখানে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত ব্যক্তিরা স্থানীয় নন; তারা গুজরাট থেকে এসে পানাজিতে কাজ করতেন।

আটক ব্যক্তিরা হলেন— মাকসুদ মোদন (২৮), জিয়া উদ্দিন (২৫) ও রিজভান ভাশ (২০)। তাদের কাছ থেকে চারটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ, ইন্টারনেট রাউটার ও নগদ ১ লাখ ১০ হাজার টাকা জব্দ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে চক্রের অন্যান্য সদস্যদের ধরতে অভিযান চালানো হবে।

অপরদিকে, গত বৃহস্পতিবার দুবাইয়ে অনুষ্ঠিত বাংলাদেশ-ভারত ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে ২২৮ রানে অলআউট হয় বাংলাদেশ। হৃদয় সর্বোচ্চ ১০০ রান করেন, আর জাকের করেন ৫০। ভারতের হয়ে মোহাম্মদ শামি ৫৩ রানে ৫ উইকেট নেন। জবাবে ৪৬.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ