ঢাকা, বুধবার, ৭ জানুয়ারি ২০২৬, ২২ পৌষ ১৪৩২

রাকিব

সিনিয়র রির্পোটার

আজই প্রকাশ পাচ্ছে ৭ম গণবিজ্ঞপ্তি: আবেদনের এল বড় পরিবর্তন

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৬ জানুয়ারি ০৬ ০০:১০:৩২
আজই প্রকাশ পাচ্ছে ৭ম গণবিজ্ঞপ্তি: আবেদনের এল বড় পরিবর্তন

রাকিব: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণে বড় এক ধাপ এগিয়ে এল এনটিআরসিএ। দেশের কয়েক হাজার স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক সংকট দূর করতে আজ সোমবার (৫ জানুয়ারি) প্রকাশিত হচ্ছে বহুল প্রতীক্ষিত ‘সপ্তম গণবিজ্ঞপ্তি’। এনটিআরসিএ-এর চেয়ারম্যানের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে, আজ থেকেই নিয়োগের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে।

নতুন আঙ্গিকে সাজানো পূর্ণাঙ্গ প্রতিবেদনটি নিচে দেওয়া হলো:

সপ্তম গণবিজ্ঞপ্তির ধামাকা: ৬৭ হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি আজ, বদলে গেছে আবেদনের নিয়মনিজস্ব প্রতিবেদক: নতুন বছরের শুরুতেই দেশের শিক্ষিত বেকারদের জন্য সুখবর নিয়ে এল বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। ৬৭ হাজার শূন্যপদের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি বা ‘সপ্তম গণবিজ্ঞপ্তি’ আজ সোমবার অনলাইনে প্রকাশ করা হচ্ছে। এনটিআরসিএ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, আজ ওয়েবসাইটে প্রকাশের পর আগামীকাল মঙ্গলবার (৬ জানুয়ারি) থেকে বড় কয়েকটি জাতীয় দৈনিকে এই বিজ্ঞপ্তি দেখা যাবে।

আবেদনের নিয়মে বড় পরিবর্তন: ৪০ নয়, এখন চয়েস ৭টিএবারের গণবিজ্ঞপ্তিতে আবেদনের পদ্ধতিতে এক বৈপ্লবিক পরিবর্তন আনা হয়েছে। আগে যেখানে প্রার্থীরা ৪০টি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে পছন্দের তালিকা দিতে পারতেন, এবার তা কমিয়ে মাত্র ৭টিতে সীমিত করা হয়েছে। নিয়োগ প্রক্রিয়া আরও গতিশীল ও ত্রুটিমুক্ত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে সাতটি প্রতিষ্ঠানের বাইরেও চাকরিপ্রার্থীদের জন্য থাকছে ‘আদার অপশন’। এর মাধ্যমে প্রার্থীরা দেশের অন্য যেকোনো প্রান্তের শূন্যপদে নিয়োগ পেতে আগ্রহী কি না, তা জানাতে পারবেন।

বয়স গণনায় বড় ছাড়চাকরিপ্রার্থীদের দীর্ঘদিনের দাবির মুখে বয়স নির্ধারণের ক্ষেত্রে বিশেষ ছাড় বহাল রাখা হয়েছে। আগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তির মতোই এবারের বিজ্ঞপ্তিতেও বয়স গণনার ভিত্তি ধরা হয়েছে ৪ জুন ২০২৫ তারিখকে। অর্থাৎ, গত বছরের জুন মাস থেকে প্রার্থীদের বয়স হিসাব করা হবে, যা অনেক প্রার্থীর জন্য বাড়তি সুযোগ তৈরি করে দেবে।

মন্ত্রণালয়ের সবুজ সংকেত ও শিক্ষক সংকটদীর্ঘ যাচাই-বাছাই শেষে শিক্ষা মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদন পাওয়ার পরই আজ বিজ্ঞপ্তিটি আলোর মুখ দেখছে। ৬৭ হাজার শূন্যপদে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলে দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দীর্ঘদিনের শিক্ষক সংকট অনেকাংশে ঘুচে যাবে এবং শিক্ষার গুণগত মান নিশ্চিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ট্যাগ: সপ্তম গণবিজ্ঞপ্তি ২০২৬ আজ এনটিআরসিএ শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ ৬৭ হাজার শিক্ষক নিয়োগ সার্কুলার এনটিআরসিএ চয়েস লিস্ট নতুন নিয়ম সপ্তম গণবিজ্ঞপ্তি বয়স গণনা পদ্ধতি এনটিআরসিএ আদার অপশন কি NTRCA সার্কুলার জানুয়ারি ২০২৬ বেসরকারি শিক্ষক নিয়োগ আপডেট নিউজ স্কুল কলেজ মাদ্রাসা নিয়োগ ২০২৬ এনটিআরসিএ শূন্য পদের তালিকা সরকারি শিক্ষক নিবন্ধন আপডেট সপ্তম গণবিজ্ঞপ্তি আবেদনের শেষ তারিখ বেসরকারি শিক্ষক হওয়ার নিয়ম ২০২৬ এনটিআরসিএ চেয়ারম্যানের বক্তব্য আজ ৬ জানুয়ারি সার্কুলার পত্রিকা 7th NTRCA Gonobiggyapti 2026 NTRCA Teacher Recruitment 2026 67000 Vacancy NTRCA Circular 7th Gonobiggyapti Choice List Rule NTRCA Age Calculation Method 2026 Private Teacher Recruitment Bangladesh Update NTRCA Other Option Details How to apply for 7th NTRCA NTRCA Notice Board January 2026 7th Gonobiggyapti Apply Link Non-Government Teacher Job Circular BD NTRCA Vacant List Download 2026 Teacher Registration Bangladesh 2026 Education Ministry NTRCA Approval Latest News on 7th Gonobiggyapti

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ