ঢাকা, রবিবার, ১৭ আগস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২

মৃত্যুদণ্ডপ্রাপ্ত নেতার মুক্তির দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ ফেব্রুয়ারি ১৯ ০৯:৫৯:১৪
মৃত্যুদণ্ডপ্রাপ্ত নেতার মুক্তির দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম

নিজস্ব প্রতিবেদক: মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এ টি এম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ করেছে জামায়াতে ইসলামী। দলটির নেতারা সরকারকে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়ে হুঁশিয়ারি দিয়েছেন, সময়মতো দাবি পূরণ না হলে দেশব্যাপী লাগাতার আন্দোলন চালানোর ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রামের লালদিঘী মাঠে আয়োজিত সমাবেশে জামায়াতের কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেন, “আমরা নিয়মতান্ত্রিক আন্দোলনের পক্ষপাতী, তবে অন্যায়ের বিরুদ্ধে আপস করব না। ২০ ফেব্রুয়ারির মধ্যে আজহার ভাইকে মুক্তি দিতে হবে, নইলে দেশজুড়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।”

জামায়াত নেতারা সংবিধানের ২৭ অনুচ্ছেদের প্রসঙ্গ টেনে দাবি করেন, আইনের দৃষ্টিতে সবাই সমান হওয়া উচিত। সরকারের ন্যায়বিচার নিশ্চিতের প্রতিশ্রুতি থাকলেও দলটি মনে করে, অন্যায়ভাবে কোনো নেতার বিচার মেনে নেওয়া হবে না।

নেতারা চূড়ান্ত হুঁশিয়ারি দিয়ে বলেন, ২০ ফেব্রুয়ারির মধ্যে মুক্তি না দিলে দেশব্যাপী লাগাতার কর্মসূচি পালন করা হবে।

২০১৪ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ টি এম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেন। পরে ২০১৯ সালে তার আপিল আবেদন খারিজ হয়। ২০২০ সালে তিনি রায়ের পুনর্বিবেচনার আবেদন করেন, যার শুনানি আগামী ২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সমাবেশ শেষে জামায়াত নেতাকর্মীরা নগরীর বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ