সদ্য সংবাদ
রাতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২ প্লাটুন বিজিবি মোতায়েন
নিজস্ব প্রতিবেদক: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্ররাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে ক্যাম্পাস। দুপুর থেকে শুরু হওয়া সংঘর্ষ বিকেল পর্যন্ত চলে, এবং এই ঘটনায় অন্তত ৩০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের কুয়েটের অ্যাম্বুলেন্সে করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
এখন পরিস্থিতি কিছুটা শান্ত হলেও, ক্যাম্পাস এবং আশপাশের এলাকাগুলোতে থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ক্যাম্পাসে মোতায়েন রয়েছে। খুলনা জেলা প্রশাসন ও পুলিশ বিভাগ জানিয়েছে যে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
এদিকে, কুয়েটের শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলার অভিযোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, খুলনা মহানগর ও খুলনা জেলা কমিটি। রাত সাড়ে ৮টার দিকে নগরীর শিববাড়ি মোড়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা নাইম মল্লিক।
কুয়েটের ছাত্ররা জানান, গত ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর থেকেই কুয়েটে ছাত্ররাজনীতি নিষিদ্ধ রয়েছে। এর আগে, ছাত্রদল তাদের আন্দোলন পরিচালনা করতে এবং ছাত্ররাজনীতি পুনরায় চালু করার জন্য ক্যাম্পাসে লিফলেট বিতরণ করে। ১৭ ফেব্রুয়ারি ছাত্রদলের কর্মীরা ক্যাম্পাসে বিভিন্ন স্লোগান ও লিফলেট বিতরণ করে ছাত্ররাজনীতি শুরু করার দাবি জানান। এর পরিপ্রেক্ষিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা "ছাত্ররাজনীতি মুক্ত ক্যাম্পাস চাই" শ্লোগান দিয়ে আন্দোলন শুরু করেন এবং বিশ্ববিদ্যালয়ের হলগুলো প্রদক্ষিণ করেন।
এই আন্দোলনের সময়ে ছাত্রদলের কর্মীরা পাশ দিয়ে যাওয়ার সময় উত্তেজনা সৃষ্টি হয়, যা পরে পাল্টাপাল্টি ধাওয়ায় রূপ নেয়। এই সংঘর্ষ কুয়েটের বাইরেও ছড়িয়ে পড়ে এবং ক্যাম্পাসের পকেট গেট থেকে বহিরাগতরা ছাত্রদলের পক্ষ নিয়ে সংঘর্ষে অংশ নেয়। এই পরিস্থিতিতে ক্যাম্পাসে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে ছাত্রদলের একজন নেতা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং ছাত্রশিবিরের কিছু সদস্য ক্যাম্পাসে ছাত্রদলের রাজনীতির বিরুদ্ধে কাজ করছে, যার ফলস্বরূপ আজকের সংঘর্ষ হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসউদ ফেসবুকে লিখেছেন, "কুয়েটে ছাত্রদল নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ স্টাইলে যে নৃশংস হামলা চালাচ্ছে, এর মাধ্যমে ছাত্রদল নিজেদের রাজনৈতিক ভবিষ্যতকে সংকটে ফেলে দিয়েছে।"
কুয়েটের সিভিল ২০ ব্যাচের শিক্ষার্থী রাহাতুল ইসলাম বলেন, "ছাত্র রাজনীতি বন্ধের দাবি নিয়ে ভিসির কাছে গেলে ছাত্রদলের নেতাকর্মীরা আমাদের হুমকি দেয় এবং সিনিয়রদের লাঞ্ছনা করে। পরে, আমরা ভিসির কাছে বিচার চাইতে গিয়ে ক্যাম্পাস থেকে বের হওয়ার পর বিনা উসকানিতে আমাদের ওপর হামলা চালানো হয়।"
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খুলনা জেলা কমিটির মুখপাত্র মিরাজুল ইসলাম ইমন জানান, ছাত্রদলের কর্মীরা বিনা উসকানিতে তাদের ওপর হামলা চালিয়েছে। তিনি আরও বলেন, "কুয়েটের সদস্য সচিব জাহিদ ভাইকে রামদা দিয়ে কোপানো হয়েছে এবং অনেক শিক্ষার্থী আহত হয়েছেন।"
অন্যদিকে, খুলনা মহানগর ছাত্রদলের সাবেক আহ্বায়ক ইশতিয়াক আহমেদ ইশতি দাবি করেন, "ছাত্রশিবির সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালাতে গেলে ছাত্রদল তাদের বাধা দেয়, পরে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।"
মহানগর ছাত্রশিবিরের সভাপতি আরাফাত হোসাইন মিলন বলেন, "কুয়েটের ঘটনার সাথে ছাত্রশিবিরের কোনো সম্পর্ক নেই। ছাত্রদল ও বিএনপি নেতাকর্মীরা সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়ে তাদের আহত করেছে, এবং আমরা এর তীব্র নিন্দা জানাই।"
খানজাহান আলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানিয়েছেন, "ঘটনার সাথে সংশ্লিষ্ট পাঁচজনকে আটক করা হয়েছে এবং সেনাবাহিনী, নৌবাহিনী, পুলিশ ও র্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।"
সোহাগ/
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- নবম পে-স্কেল: ২০ গ্রেড কমে ১৩ গ্রেড, সর্বোচ্চ বেতন ১.২৮ লাখ
- নবম জাতীয় পে স্কেল: গ্রেড কমছে, বেতন বাড়ছে দ্বিগুণ
- আবারও প্রার্থী পরিবর্তন করল বিএনপি: দেখে নিন চুড়ান্ত তালিকা
- নতুন মহার্ঘ ভাতা: কার বেতন কত হবে? যা জানাল অর্থ মন্ত্রণালয়
- বিএনপির চূড়ান্ত মনোনয়নে বড় পরিবর্তন: নতুন এলেন যারা-বাদ পড়লেন যারা
- ৬.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: জানুন উৎপত্তি স্থল-ক্ষয়ক্ষতির পরিমাণ
- বিএনপির হাইকমান্ডের নির্দেশে আবারও পরিবর্তন প্রার্থী তালিকা
- নবম জাতীয় পে স্কেল ২০২৬: যত টাকা বেতন পাবে সরকারি চাকরিজীবিরা
- আপডেট খবর: নির্বাচনের নতুন তারিখ ঘোষণা
- প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত? জানুন সর্বশেষ তথ্য
- খালেদা জিয়ার জানাজা কোথায়-কখন জানালেন সালাহউদ্দিন আহমদ
- ১২ ফেব্রুয়ারির নির্বাচন: বিএনপির প্রার্থী তালিকায় শেষ মুহূর্তে বড় রদবদল, দেখে নিন তালিকা
- শেষ মুহূর্তে বিএনপির ১৫ আসনে প্রার্থী পরিবর্তন, দেখুন নতুন তালিকা
- বেগম জিয়ার ৩ আসনে চরম নাটকীয়তা: শেষ পর্যন্ত মনোনয়ন জমা দিলেন যারা
- ভুয়া মুক্তিযোদ্ধা সনদ বাতিল, দেখুন তালিকা