সদ্য সংবাদ
ভারতে হাসিনাকে বাংলাদেশে পাঠানোর পক্ষে ৫৫% মানুষের মতামত

ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর পক্ষে সমর্থন ক্রমাগত বাড়ছে। গত বছরের ৫ আগস্ট বাংলাদেশের গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনা ভারত পাড়ি দিয়ে দিল্লিতে আশ্রয় নেন। এরপর তার বিরুদ্ধে বাংলাদেশে হত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে বেশ কিছু মামলা দায়ের হয়, এর মধ্যে শীর্ষ মামলা অন্যতম। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাকে ফেরত আনার জন্য নোট ভার্বালসহ অন্যান্য কাগজপত্র পাঠানো হলেও, ভারত সরকার এখনো এ বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি।
ইন্ডিয়া টুডে’র ‘মুড অব দ্য নেশন’ জরিপে উঠে এসেছে, ভারতের উত্তরপূর্বাঞ্চলের ৫৫ শতাংশ মানুষ মনে করেন, হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো উচিত। জরিপের প্রশ্ন ছিল, "বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সরকারের আশ্রয় দেওয়ার বিষয়ে আপনার মতামত কী?"
জরিপের ফলাফলে দেখা যায়, ২৩ শতাংশ মানুষ মনে করেন হাসিনা ভারতের মিত্র ছিলেন, তাই তাকে আশ্রয় দেওয়া উচিত ছিল। তবে, ৫৫ শতাংশ মানুষ চান, হাসিনাকে এখন ফিরিয়ে পাঠানো হোক, বিশেষত ভারত-বাংলাদেশ সম্পর্কের উন্নতির জন্য। পুরো ভারতে ২১ দশমিক ১ শতাংশ মানুষও একই মত পোষণ করছেন।
অন্যদিকে, ২৯ শতাংশ মানুষ মনে করেন, হাসিনা আর ভারতে থাকা উচিত নয়, তবে তারা চান তাকে অন্য কোনো দেশে চলে যেতে বলা হোক। উত্তরপূর্ব ভারতের ১৬ শতাংশ মানুষও এই মতের পক্ষে রয়েছেন।
এ ফলাফল ভারতের রাজনৈতিক পরিবেশে এবং বাংলাদেশ-ভারত সম্পর্কের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে, বিশেষ করে আগামী দিনগুলিতে কূটনৈতিক সম্পর্কের উন্নয়ন এবং রাজনৈতিক গতিবিধি পরিবর্তনে।