সদ্য সংবাদ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হঠাৎ সিদ্ধান্তে বিপাকে সাত কলেজ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ডিইউ) কর্তৃপক্ষের আকস্মিক সিদ্ধান্তে সাত কলেজের অধিভুক্তি বাতিল হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। শিক্ষাবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ জানান, এ সিদ্ধান্ত গ্রহণের আগে তার সঙ্গে কোনো আলোচনা করা হয়নি এবং ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকেই ভর্তি কার্যক্রম বন্ধ হবে, সে সম্পর্কে তিনি সম্পূর্ণ অনভিজ্ঞ ছিলেন।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ বিষয়ে কথা বলেন।
হঠাৎ ঘোষণা ও শিক্ষার্থীদের বিক্ষোভ
সাত কলেজের শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘোষণা করে যে, চলতি শিক্ষাবর্ষ থেকেই তারা এসব কলেজে শিক্ষার্থী ভর্তি করবে না। ফলে, ভর্তি প্রক্রিয়ার দায়িত্ব কোন প্রতিষ্ঠানের ওপর পড়বে, তা নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে।
ইতোমধ্যেই স্নাতক (সম্মান) পর্যায়ের ভর্তি কার্যক্রম শুরু হয়ে গেছে, কিন্তু সাত কলেজের শিক্ষার্থীরা এখন অনিশ্চয়তার মুখে পড়েছেন।
পরিস্থিতির সমাধানে দ্রুত উদ্যোগের তাগিদ
অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, তিনি সাত কলেজের ভর্তি ও পরীক্ষা সংক্রান্ত বিষয়ে একটি সুস্পষ্ট সমাধানের পরামর্শ দিয়েছিলেন। তবে, চলতি বছর থেকেই ভর্তি বন্ধ হবে—এমন তথ্য তিনি আগে পাননি।
তিনি আরও জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও সাত কলেজের অধ্যক্ষদের মধ্যে যে বৈঠক হয়েছে, সে সম্পর্কেও তিনি অবগত ছিলেন না। তিনি বলেন, "হঠাৎ করেই আমি একটি বিবৃতি দেখলাম, যেখানে বলা হয়েছে যে এই সাত কলেজে এ বছর থেকে আর ভর্তি কার্যক্রম চালু থাকবে না, যা আমি আশা করিনি।"
শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিশ্চিত করতে জরুরি উদ্যোগ দরকার
অধ্যাপক ওয়াহিদউদ্দিন স্বীকার করেন যে, সংকট নিরসনে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত আলোচনা অপরিহার্য। তিনি বলেন, "আমরা পুনরায় সব স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনায় বসব। শিক্ষার্থীদের ভবিষ্যৎ কোনোভাবেই অবহেলিত হতে পারে না। তাদের একাডেমিক কার্যক্রম চলমান রাখতে হবে এবং শিক্ষার মানোন্নয়ন নিশ্চিত করা জরুরি।"
উপসংহার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আকস্মিক সিদ্ধান্ত সাত কলেজের শিক্ষার্থীদের শিক্ষাজীবনকে অনিশ্চয়তার মধ্যে ফেলেছে। তাই শিক্ষামন্ত্রক, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত দ্রুত সমাধান বের করা, যাতে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা পথচলা বাধাগ্রস্ত না হয় এবং তারা নিরবচ্ছিন্নভাবে পড়াশোনা চালিয়ে যেতে পারে।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- নবম পে-স্কেল: ২০ গ্রেড কমে ১৩ গ্রেড, সর্বোচ্চ বেতন ১.২৮ লাখ
- নবম জাতীয় পে স্কেল: গ্রেড কমছে, বেতন বাড়ছে দ্বিগুণ
- নতুন পে স্কেল: ১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর
- আবারও প্রার্থী পরিবর্তন করল বিএনপি: দেখে নিন চুড়ান্ত তালিকা
- বিএনপির চূড়ান্ত মনোনয়নে বড় পরিবর্তন: নতুন এলেন যারা-বাদ পড়লেন যারা
- নতুন মহার্ঘ ভাতা: কার বেতন কত হবে? যা জানাল অর্থ মন্ত্রণালয়
- ভয়াবহ ভূমিকম্প: জানুন কত মাত্রার-উৎপত্তি কোথায়?
- ৬.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: জানুন উৎপত্তি স্থল-ক্ষয়ক্ষতির পরিমাণ
- বিএনপির হাইকমান্ডের নির্দেশে আবারও পরিবর্তন প্রার্থী তালিকা
- নবম জাতীয় পে স্কেল ২০২৬: যত টাকা বেতন পাবে সরকারি চাকরিজীবিরা
- প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত? জানুন সর্বশেষ তথ্য
- খালেদা জিয়ার জানাজা কোথায়-কখন জানালেন সালাহউদ্দিন আহমদ
- ১২ ফেব্রুয়ারির নির্বাচন: বিএনপির প্রার্থী তালিকায় শেষ মুহূর্তে বড় রদবদল, দেখে নিন তালিকা
- আপডেট খবর: নির্বাচনের নতুন তারিখ ঘোষণা
- শেষ মুহূর্তে বিএনপির ১৫ আসনে প্রার্থী পরিবর্তন, দেখুন নতুন তালিকা