সদ্য সংবাদ
রোজার শুরু সময়সূচি প্রকাশ

সৌদি আরবের জ্যোতির্বিদ্যা বোর্ডের সদস্য ও রয়্যাল কোর্টের উপদেষ্টা শেখ আব্দুল্লাহ বিন সুলেইমান আল-মানেয়া জানিয়েছেন, ২০২৫ সালের পবিত্র রমজান মাস শুরু হবে আগামী ১ মার্চ (শনিবার) থেকে। সৌদি আরবে ২৮ ফেব্রুয়ারি (শুক্রবার) সন্ধ্যায় রমজানের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং সে অনুযায়ী রমজান মাস ২৯ দিনের হতে যাচ্ছে। এর শেষ দিন হবে ২৯ মার্চ, এবং ঈদুল ফিতর পালিত হবে ৩০ মার্চ।
আল-মানেয়া আরও জানান, ১৪৪৬ হিজরি সনের রমজান মাসের চাঁদ ২৮ ফেব্রুয়ারি রাত ৩টা ৪৪ মিনিটে জন্ম নিবে। ওই দিন সন্ধ্যায় সূর্যাস্তের ৩২ মিনিট পর্যন্ত চাঁদ আকাশে দৃশ্যমান থাকবে। যদিও, রমজানের চাঁদ দেখার বিষয়টি চূড়ান্তভাবে ঘোষণা করবেন সৌদি আরবের সুপ্রিম কোর্ট।
এ বছর রমজান মাসটি শীতকালীন আবহাওয়ায় শুরু হচ্ছে, ফলে রোজা পালনে তুলনামূলক ঠাণ্ডা অনুভূত হবে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলো, যেমন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, মিসর এবং কাতারে মুসলিমদের প্রায় ১৩ ঘণ্টা রোজা রাখতে হবে।
এদিকে, সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পরে দক্ষিণ এশিয়ার দেশগুলোর রোজা শুরু হয়। সে অনুযায়ী, বাংলাদেশে রোজা শুরু হবে ২ মার্চ (রবিবার)। ইসলামি ফাউন্ডেশন ইতিমধ্যেই ঢাকায় সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করেছে। ফলে, বাংলাদেশের মুসলিমরা আগামী ২ মার্চ থেকে পবিত্র রমজান মাসের আনুষ্ঠানিকতা শুরু করবেন।
এ বছর রমজান মাসের সময়সূচি, আবহাওয়ার পরিবর্তন, এবং মুসলিম বিশ্বের প্রস্তুতির বিষয়টি মুসলিমদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তারা একসাথে এই বরকতময় মাসটি পালনের জন্য প্রস্তুত হচ্ছেন।