সদ্য সংবাদ
স্বামী শাহাদৎ কে নিয়ে ফেসবুকে তনির আবেগঘন পোস্ট, চারিদিকে উঠলো আলোচনা ঝড়

তনির এমন খারাপ সিচুয়েশনে ছায়া হয়ে দাঁড়িয়েছেন জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। এমনটাই প্রকাশিত হয়েছে যে সকল প্রকার সাপোর্ট দেওয়ার জন্য সবসময় প্রস্তুত কুইন খ্যাত এই নায়িকা। একটা সময় রুবেয়েদ ফাতিমা তনিকে নিয়ে এমনটাই বলা হতো যে টাকার কাছে বিক্রি হয়েছেন।
তিনি আর নয়তো একজন যুবতী মেয়ে হয়েও কেন বৃদ্ধাকে বিয়ে করবেন। কিন্তু সেই সমালোচনার বাইরে গিয়েও সেই জুটিকে নিয়ে সবসময় প্রশংসা করতেন অপু বিশ্বাস। তার ভাষ্য অনুযায়ী ভালোবাসা কখনো বয়স দেখে হয় না।
এদিকে তনি যে শুধুমাত্র সাদাতের টাকার প্রেমে নয় বরং শাদাতকে ভালোবেসে বিয়ে করেছিলেন তারই একটা বাস্তব প্রমাণ মিলেছে সম্প্রতি শাদাদের অসুস্থতার মধ্য দিয়ে।
গতকাল তনি নিজেই একটা স্ট্যাটাস লিখেছেন যে, কে কি বলবে, আগে পিছে কি হবে, কোন কিছু না ভেবে বিয়ে করেছিলাম। শুধুমাত্র তোমার ভালোবাসা দেখে কত, ভালোবাসতে তুমি আমাকে, কেন ছেড়ে চলে গেলে আমাকে এত যত্ন কে করবে।