ঢাকা, শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২

নির্বাহী ম্যাজিস্ট্রেট ঊর্মীর পক্ষ নিয়ে কথা বলায় চরম বিপদে পড়লেন সাবেক এমপি গোলাম মাওলা রনি

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৪ অক্টোবর ০৮ ১৭:৪৭:২১
নির্বাহী ম্যাজিস্ট্রেট ঊর্মীর পক্ষ নিয়ে কথা বলায় চরম বিপদে পড়লেন সাবেক এমপি গোলাম মাওলা রনি

চাকরিবিধি লঙ্ঘনের অভিযোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসুম উর্মিকে ওএসডি করে বদলি করা হয়েছে, পরবর্তীতে সাময়িক বরখাস্তও করা হয়েছে। এ নিয়ে আওয়ামী লীগের সাবেক এমপি গোলাম মাওলা রনি ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি ফেসবুকে প্রশ্ন তুলেছেন কেন তাবাসীকে এভাবে ওএসডি করা হলো, যেখানে অন্যদিকে দালালি ও দুর্নীতির জন্য পুরস্কৃত হয়।

রনি লিখেছেন, একজন নবীন সরকারি কর্মকর্তার ব্যক্তিগত মতামত গ্রহণ করতে না পারলে সেই রাষ্ট্র সংস্কারের কিসে। তিনি সমালোচনা করেন, যে দেশে শুধু মুখে গণতন্ত্রের কথা বলা হয় কিন্তু অন্তরে স্বৈরাচারী মনোভাব রয়েছে, সেখানে কীভাবে অগ্রসর হওয়া সম্ভব।

এর আগে, তাপসী তার ফেসবুক পেজে বলেছেন, সরকারী প্রভাবশালী ব্যক্তিরা দেশের অতীত মুছে ফেলার দাবি করছেন। তিনি জুলাই ও আগস্টে ছাত্র আন্দোলনের বিষয়েও উস্কানিমূলক পোস্ট করেছেন, যা প্রশাসনের মধ্যে বিতর্কের সৃষ্টি করেছে।

এদিকে, নিহত আবু সাঈদের ভাই আবু হোসেন তাপসীকে স্থায়ীভাবে বরখাস্ত করার এবং আইন অনুযায়ী শাস্তির দাবি জানিয়েছেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ